হাল ফ্যাশনে পাঞ্জাবি

প্রকাশঃ আগস্ট ২৯, ২০১৫ সময়ঃ ১২:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১০ পূর্বাহ্ণ

ফারজানা ওয়াহিদ

panjabi2বেশির ভাগ সময়ে মেয়েদেরকেই কেনাকাটায় ব্যস্ত থাকতে দেখা যায়।  মেয়েদের মতো ছেলেরাও ব্যস্ত এখন কেনাকাটায়। পছন্দের পাঞ্জাবি কিনতে তারা এক শপিং মল থেকে অন্য শপিং মলে যান। হাল ফ্যাশনের পাঞ্জাবি  কিনতে ছেলেরাও ভিড় করছেন বুটিক হাউসে। গরম ও বর্ষার কথা মাথায় রেখে ব্যবসায়ীরাও নানা রঙের পাঞ্জাবি সাজিয়ে রেখেছেন ক্রেতাদের জন্য।

বাংলাদেশে বর্তমানে অনেক ধরণের ফ্যাশন হাউজ রয়েছে যেখানে পাওয়া যাবে মনের মত পাঞ্জাবি। রং, সাদাকালো, নিপুণ, অঞ্জনস, বাংলার মেলা, দেশাল, নাগরদোলা, বিবিয়ানা, কে-ক্রাফট, রং, চরকা, দেশীদশ, চৈতি ইত্যাদি ফ্যাশন হাউজ গুলোতে গেলেই পছন্দের পাঞ্জাবির সন্ধান মিলবে।

panjabi4

অনেকে ঘুরছেন শৈল্পিকের দোকানেও। আগে সাদা পাঞ্জাবিই ছেলেরা পড়ত বেশি, সাদাটাকেই তারা বেছে নিত। এখন রঙিন পাঞ্জাবি তাদের পছন্দ। আর মনের মতো পাঞ্জাবি পেতে ভরসা বুটিক হাউস।

বিভিন্ন ফ্যাশন হাউজ গুলো এখন বর্ষা মৌসুম ও ঈদকে সামনে রেখে রঙের ওপর প্রাধান্য দিয়ে তৈরি করছে পাঞ্জাবি।  বিক্রেতারা বলেন, ‘এবারের ঈদে পোশাকের রঙে অনেক পরিবর্তন এসেছে। পোশাকে উজ্জ্বলের সমাহার একটু বেশি। অন্যান্য সময়ে হাল্কা রঙ ছিল, এবার গাড় রঙকে আমরা গুরুত্ব দিচ্ছি।’

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G