হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকর হোক: শহীদ ওয়াসিমের বাবা

প্রকাশঃ নভেম্বর ১৭, ২০২৫ সময়ঃ ৭:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা ও ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

সোমবার বিকেলে এই রায়ে সন্তোষ প্রকাশ করে শফিউল আলম বলেন, “যেদিন রায় পুরোপুরি কার্যকর হবে, ওইদিনই আমি সম্পূর্ণ সন্তুষ্ট হবো।” কান্নাজরিত কণ্ঠে তিনি আরও যোগ করেন, “আমার ছেলের কথা মনে পড়লে আমার হৃদয় ভেঙে যায়। অনেক অনুষ্ঠানে ছেলের ছবি সামনে এলে আমি কথা বলতে পারি না।”

তিনি বলেন, “আমাদের ছেলেরা যে বৈষম্যবিরোধী আন্দোলন গড়ে তুলেছিল, আমরা তা বাস্তবায়ন চাই। স্বজনপ্রীতি আমরা দেখতে চাই না। ওরা ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামেছিল, আমরা শুধু সেই ন্যায্য অধিকার চাই।”

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G