১৭ বছর পর ঘরে ফিরলেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর প্রবাসজীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে প্রবেশ করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি ওই বাসায় পৌঁছান।
দিনের শুরুতে তারেক রহমানকে বহনকারী ফ্লাইট বৃহস্পতিবার সকালে/দুপুরের আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এরপর তিনি দলীয় কর্মসূচি হিসেবে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনায় অংশ নেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
দলীয় কর্মসূচি শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন—এ কথা জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো। হাসপাতাল থেকে বের হয়ে তিনি সরাসরি গুলশানের বাসভবনের দিকে রওনা হন।
তারেক রহমান ২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান এবং দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন—দেশের রাজনীতিতে তার ফেরাকে ঘিরে বড় ধরনের গুরুত্ব তৈরি হয়। সংবাদমাধ্যমগুলো বলছে, তার প্রত্যাবর্তন আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ।
বিএনপি সূত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি অতীতে খালেদা জিয়ার বাসভবন হিসেবে পরিচিত ছিল এবং সাম্প্রতিক সময়ে বাড়িটির দলিলপত্র আনুষ্ঠানিকভাবে তার কাছে হস্তান্তরের কথাও এসেছে।
এ ছাড়া তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বাসভবন এলাকায় সিসিটিভি, পুলিশি নিরাপত্তা এবং নিয়ন্ত্রিত প্রবেশব্যবস্থাসহ বাড়তি নিরাপত্তা জোরদারের তথ্যও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতি / এডি /শাআ










