৩৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে মূল্যস্ফীতি
প্রতিক্ষণ ডেস্ক
অক্টোবর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৭ শতাংশে, যা গত ৩৯ মাসের মধ্যে সর্বনিম্ন। বুধবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)–এর সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
২০২২ সালের জুলাইয়ে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। তার পর এ প্রথম এতটা নিম্নমুখী প্রবণতা দেখা গেল।
পয়েন্ট–টু–পয়েন্ট হিসাবে দেখা যায়, গত বছরের তুলনায় এবারের অক্টোবরে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ১৯ শতাংশীয় পয়েন্ট। অর্থাৎ, গত বছরের অক্টোবর মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, এবার তা কিনতে লেগেছে ১০৮ টাকা ১৭ পয়সা—প্রতি ১০০ টাকায় ব্যয় বেড়েছে ৮ টাকা ১৭ পয়সা।
বিবিএস জানায়, খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসায় সামগ্রিক মূল্যস্ফীতি কমেছে। গত সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ, যা অক্টোবরে দাঁড়িয়েছে ৭ দশমিক ০৮ শতাংশে—অর্থাৎ কমেছে শূন্য দশমিক ৫৬ শতাংশীয় পয়েন্ট।
তবে খাদ্যবহির্ভূত খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরে এই খাতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ, অক্টোবরে তা বেড়ে হয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ।
অঞ্চলভেদেও ভিন্নতা দেখা গেছে।
গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ১৬ শতাংশ
শহরাঞ্চলে সামান্য বেড়ে ৮ দশমিক ৩৩ শতাংশ
খাদ্যের দাম স্থিতিশীল হলেও যাতায়াত, স্বাস্থ্যসেবা, পোশাকসহ নিত্যব্যয় বাড়ায় মানুষের জীবনযাত্রার ওপর চাপ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিবিএস।
এদিকে টিসিবি পর্যবেক্ষণে দেখা যায়, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, রসুনসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত মাসে পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে।]










