৬ জাহাজ কেনার প্রস্তাব অনুমোদন বিএসসির

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

DSEপুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)  কোম্পানি নতুন ৬ জাহাজ কেনার প্রস্তাব অনুমোদন করেছে চায়না সরকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন এই প্রকল্প বাস্তবায়ন করতে গত বছরের ৩০ এপ্রিল চায়নার সরকারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি), চায়না ও বিএসসির মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়।

নতুন প্রতিটি জাহাজ ৪০ লাখ মেট্রিক টন মালামাল বহন করতে পারবে। প্রকল্পটি বাস্তবায়ন করতে চীন এক হাজার ৪৩৯ কোটি টাকা অর্থায়ন করবে। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে এসব জাহাজ বিএসসির বহরে যুক্ত হবে। এই চুক্তি অনুযায়ী  চায়না এক্সিম ব্যাংক থেকে ১৮ কোটি ৪৫ লাখ টাকা ঋণ নেবে প্রতিষ্ঠানটি।

বিএসসির বহরে ২০১২-১৩ অর্থবছরে ১৩টি জাহাজ ছিল। চলতি অর্থবছরে পাঁচটি জাহাজ বিক্রির ফলে সংস্থার বহরে জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে। এসব জাহাজের গড় বয়স ৩০ বছর হওয়ায় সীমাবদ্ধ পরিসরে এগুলো পরিচালনা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G