৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
প্রতিক্ষণ ডেস্ক
একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ার লেনদেন বৃহস্পতিবার থেকে স্থগিত করেছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ। এই ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
এর আগে বাংলাদেশ ব্যাংক ৫ নভেম্বর ব্যাংক রেজ্যুল্যুশন অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী এই ব্যাংকগুলোকে ‘নন-ভায়েবল’ বা অকার্যকর ঘোষণা করে। সরকারি কর্তৃপক্ষ বলেছে, আগের সময়ে ভয়াবহ অনিয়ম ও খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোর দায়দেনা শেয়ারহোল্ডারদের ইকুইটির তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তীব্র মূলধন ঘাটতি তৈরি হয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় সরকার বুধবার এই পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়েছে। প্রশাসকরা ব্যাংকগুলো একীভূত করে শতভাগ সরকারি মালিকানাধীন নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করবেন।
এই পাঁচ ব্যাংকে আমানতকারীদের মোট আমানত প্রায় দুই লাখ কোটি টাকা। সাধারণ আমানতকারীদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত কেন্দ্রীয় ব্যাংকের আমানত বীমা তহবিল থেকে ফেরত দেওয়া হবে। বড় প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য পরবর্তী পর্যায়ে নতুন ব্যাংকের ১৫ হাজার কোটি টাকার শেয়ার বরাদ্দ থাকবে। তবে বিদ্যমান শেয়ারহোল্ডাররা কোনো অর্থ ফেরত পাবেন না।
সর্বশেষ লেনদেনে বুধবার ব্যাংকগুলোর শেয়ারদর এক দশমিক পাঁচ থেকে তিন টাকার মধ্যে ছিল।














