ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সংলগ্ন এলাকার পনিউট রেলক্রসিংয়ে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটসহ পূর্বাঞ্চলের রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার বেলা ১১টা দিকে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার মহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নোয়াখালীতে যাত্রাবিরতি দিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছাড়ে। বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার দুই মিনিটের মধ্যে বিকট শব্দে উপকূল এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়।
খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী লোকোসেট ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে বলে তিনি জানান।
প্রতিক্ষণ /এডি/মিজান














