অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
চেক জালিয়াতির অভিযোগে অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাতের আদালতে বৃহস্পতিবার মোশারফ হোসেন সুমন নামে এক ব্যক্তি মামলাটি করেন।
মামলার বিবরণে জানা যায়, আহমেদ শরীফের কাছে বাদী মোশারফ হোসেন ১ লাখ ৬৭ হাজার টাকা পাওনা ছিলেন। টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ ইস্টার্ন ব্যাংকের একটি চেক দেন।
গত বছরের ২২ মে তিনি যখন টাকা তোলার জন্য উত্তরা শাখায় চেকটি জমা দেন তখন তা ডিজঅনার হয়। দ্বিতীয় বারের মতো একই বছরের ১১ ডিসেম্বর চেকটি ডিজঅনার হয়।
সর্বশেষ মোশারফ হোসেন চলতি বছরের ৫ জানুয়ারি উকিলের মাধ্যমে লিগ্যাল নোটিশ দেন। আহমেদ শরীফ নোটিশের কোনো জবাব না দেওয়ায় আদালতে এসে মামলা করেন মোশারফ হোসেন।
প্রতিক্ষণ /এডি/এজাজ










