সানবার্ন থেকে মুক্তি দেবে তুলসী পাতা

প্রকাশঃ মে ১৮, ২০১৫ সময়ঃ ৮:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৯ পূর্বাহ্ণ

তাজিন আক্তার, প্রতিক্ষণ ডটকম:

tulshi pata

এখন সময়টাই ব্যস্ততার। দুদন্ড বসে থাকার সময় নেই বললেই চলে। এই ঘরেতো এই আবার বেরুতে হচ্ছে। তাই কোথায় সানগ্লাস আর কোথায় ছাতা; সবই ফেলে দে ছুট।

কিন্তু সূয্যিমামাতো আর বসে নেই। সারাক্ষণ ব্যস্ত তার অতিবেগুণীটি রশ্মি ছড়িয়ে দিতে। ফলাফল ত্বকের কালচেভাব।

আর এই কালচেভাব দূর করার জন্য কোন কেমিক্যাল ব্যবহার করার চেয়ে প্রাকৃতিক Tulsi-1পদ্ধতির দিকে হাত বাড়ানোই বুদ্ধিমানের কাজ।

এক্ষেত্রে রোদেপোড়াভাব দূর করার জন্য তুলসীপাতা অতুলনীয়।

তুলসিকে বলা হয় ঈশ্বরের দান। এটা খেলে অনেক রোগের উপসম হয়। তবে ত্বকের জন্যও এটা এক বিস্ময়। যারা তুলসির রস ত্বকে ব্যবহার করেন তারা বিভিন্ন ধরনের চর্ম রোগ থেকে আWoman with face green mud mask on big leavesরোগ্য লাভ করেন, সাথে সাথে স্বাভাবিক ত্বকও হয় আরো সুন্দর আর লাবন্যময়।

 

 

 

 

কাজেই রোদে পুড়ে তামাটে হয়ে যাওয়া প্রতিকারে অব্যর্থ ঔষধ তুলসির রস, সাথে উপহার সুন্দর ফর্সা ত্বক। তুলসির কিছু পাতা নিন। শীল-পাটা দিয়ে বেটে কিংবা পিষে পেস্ট করুন। আস্তে আস্তে ত্বকে লাগান। কয়েক মিনিট রেখে হালকা কুসুম পানিতে ধুয়ে ফেলুন। এভাবে ৩ সপ্তাহ লাগান।

তাজিন/প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G