শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ ভারতে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার সন্ধ্যায় নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশন এবং বাংলাদেশ পুলিশ এ তথ্য জানায়।
বাংলাদেশ পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসানও এই তথ্য নিশ্চিত করেছেন।
মোল্লা মাসুদকে ফিরিয়ে আনতে বাংলাদেশে ফিরিয়ে আনতে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের রেড নোটিশধারী পলাতক আসামি। তাকে ভারতের পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত ৮ ফেব্রুয়ারি ফরেনার্স এ্যাক্টের ১৪ নম্বর ধারা অনুযায়ী গ্রেফতার করে।
প্রতিক্ষণ/এডি/হামিদ











