সেতু ভেঙে ট্রেনের ট্যাংকার খালে
জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেতু ভেঙে দোহাজারীগামী একটি তেলবাহী ট্রেনের দুটি ট্যাংকার খালে ডুবে গেছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে বোয়ালখালী উপজেলার ধলঘাট ২৪নং সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনটি দোহাজারি ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য তেল নিয়ে যাচ্ছিল। ধলঘাট স্টেশন পার হয়ে বোয়ালখালী খালের উপর ২৪নং সেতু পার হওয়ার সময় ইঞ্জিনসহ দুইটি ট্যাংকার লাইনচ্যুত হয়ে খালে পড়ে ডুবে গেছে।
এদিকে ডুবে যাওয়া ট্যাংকার থেকে বিপুল পরিমান ফার্নেস অয়েল খালে ছড়িয়ে পড়েছে।
প্রতিক্ষণ/এডি/নূর














