কোন দিকে যাচ্ছে ছাত্রলীগ (পর্ব-১)

প্রকাশঃ জুন ৩০, ২০১৫ সময়ঃ ৮:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ অপরাহ্ণ

মুনওয়ার আলম নির্ঝর

bclবাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন। ১৯৪৮ সালে সংগঠনিটি প্রতিষ্ঠার পর থেকে এদেশের সকল আন্দোলন-সংগ্রামে ছিল প্রধান ভূমিকা। মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলনে অসামন্য অবদান রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের এই ছাত্র সংগঠনের নাম গভীর ভাবে স্মরণ করা হয়। কিন্তু সরকারের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ঐতিহাসিক এই  ছাত্র সংগঠনটির চেহারা পাল্টে যায়। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে ছাত্র সংগঠনটির তৃণমূলের নেতা-কর্মীরা এমনটাই মনে করে রাজনৈতি বিশ্লেষকরা।

তবে যেই যা বলুক ছাত্রলীগের তৃণমূলের নেতা-কর্মীরা কিভাবে দেখছে বিষয়টিকে-এ নিয়ে প্রতিক্ষণ ডট কম কথা বলেছে বেশ কয়েকজন তৃণমূল ছাত্রলীগ নেতার সাথে।

ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ- নিয়ে প্রতিক্ষণ ডট কমকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগ | এর পর থেকে আজ পর্যন্ত দেশের যে কোন দুঃসময়ে ছাত্রলীগের মত বড় ভূমিকা কেউ রাখে নি | ছাত্ররাজনীতিতে বিশ্বের অন্যতম বড় একটি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ |এর অর্জনের কথা চিন্তা করলে ব্যর্থতা নাই বললেই চলে | তারপরেও মাঝে মধ্যে কিছু দুর্নাম চোখে পরে | কাজ করলে দুর্নাম সুনাম থাকবেই | যারা কাজ করে না তাদের দুর্নামও নেই সুনামও নেই |

বেশ কয়েকজন সিনিয়ার নেতা ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলেছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রলীগ আওয়ামীলীগের অঙ্গসংগঠন নয়, ভ্রাতৃপ্রতীম সংগঠন | বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত এ সংগঠনটি নিজেদের বাইরে একমাত্র জননেত্রী শেখ হাসিনাকে অভিভাবক হিসেবে মানে | এর বাইরে ছাত্রলীগ নিয়ে কেউ কিছু বলার অধিকার রাখে না |

ছাত্রলীগের কমিটিতে অছাত্র রয়েছে এমন অভিযোগকে সে নাকচ করে দিয়ে বলেন, ছাত্রলীগের কমিটিতে কোনো অছাত্র আছে বলে আমার জানা নেই | তবে এ ব্যপারে সংগঠনের সভাপতি, সম্পাদক ভাল বলতে পারবেন |

তবে তিনি সংগঠনে শিবির-ছাত্রদলের অনুপ্রবেশের কথা স্বীকার করে বলেন যে, দলে যখন সুসময় থাকে তখন অনুপ্রবেশকারী আসবেই এবং তারা বিভিন্ন অপকর্মগুলো ঘটিয়ে সংগঠনের উপর দোষ চাপিয়ে দেয়।

এছাড়াও তিনি দাবী করেন যে, ছাত্রলীগের তৃণমূলের সাথে সেন্ট্রালের সম্পর্ক খুব ভাল এবং  বাংলাদেশ আ’লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খুব ভালভাবে দেশ পরিচালনা করছে। দলের নীতিনির্ধারকদের প্রতি নেতা কর্মীদের রয়েছে প্রবল আস্থা | যা দলের চালিকাশক্তি হিসেবে কাজ করে |

ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ- নিয়ে প্রতিক্ষণ ডট কমের সাথে কথা বলেন মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ সিফাত কোরায়াশী সুমন। তিনি বলেন, সাধারণত আ’লীগ, যুবলীগ এর সিনিয়ার নেতারা তাদের স্বার্থে ছাত্রলীগকে দিয়ে বিভিন্ন কাজ করায় এবং যখন ধরা পরে যায় তখন ছাত্রলীগের উপর দোষ চাপিয়ে দেয়।

তিনি আরো বলেন, দেশের সুশীল সমাজ থেকে সাংবাদিক সকলেই নেগেটিভটা নিয়ে এগিয়ে যেতে চায় তাই তারা সংগঠনের নেগেটিভটাই খুঁজে বেড় করে সবসময়।

সংগঠনে অনুপ্রবেশকারীর কথা সে স্বীকার করে বলে, আমরা অনেক সময় বাধ্য হয়েই অন্য সঙ্গঠনের ছেলেদের নেই।  অনেক সময় শোডাউনের জন্যও আমরা অনেক সময় অন্য সংগঠনের লোক নেয় যারা পরে আমাদের সংগঠনের লোক হয়ে যায়।

 

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G