জাপানের গোলাপী স্বর্গ

প্রকাশঃ ডিসেম্বর ২৯, ২০১৫ সময়ঃ ৩:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

shib

পৃথিবীর বুকে এক অনন্য সুন্দর সৃষ্টি ফুল। ভালবাসা বা শ্রদ্ধা নিবেদনে ব্যবহৃত হয় এই ফুল। এমনকি ফুল নিয়ে হয় নানা ধরনের উৎসবও। পৃথিবীতে নানারকম ফুল রয়েছে। রং, রূপ আর গন্ধে ভিন্ন এসব ফুল। জাপানের ফুজিতে হয় এক ফুল উৎসব। শিবাজাকুরা ফুল উৎসব। প্রতি বছরই এ উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে জাপানের লোকজন।

বলা হয়ে থাকে জাপানের ফুজিতে ‘গোলাপী স্বর্গ’ রয়েছে। শিবাজাকুরা ফুল উৎসবের ঐ মাঠকে বলা হয় ‘গোলাপী স্বর্গ’। শিবাজাকুরা ফুলের নাম কি কেউ কখনো শুনেছেন? বিশেষ করে বাঙালিদের কাছে এটি খুবই অপরিচিত একটি ফুল। তাই মনে এই প্রশ্ন উঁকি দিতেই পারে যে, এত ফুল থাকতে এই শিবাজাকুরা ফুল নিয়ে কেন উৎসব? শিবাজাকুরা ফুলে ভরা মাঠের দিকে একবার তাকালেই বুঝতে পারবেন কারণটা। সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তখন।

flower

বেশির ভাগ শিবাজাকুরা ফুল গোলাপী রং এর হলেও এই উৎসবে গেলে আপনি দেখতে পাবেন সাদা আর বেগুনী রং এর শিবাজকুরাও। বছরের এপ্রিল-মে মাসের প্রথম তিন সপ্তাহ যাবৎ চলে এই উৎসব। ফুজি ফাইভ লেক এলাকার মোটোসুকো খাল থেকে তিন কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি প্রশস্ত ফুলের গাছ ভর্তি মাঠে অনুষ্ঠিত হয় এই উৎসব। ম্যাকডেনিয়াল কুশন, স্কারলেট ফ্রেইম, অটম রোজ, লিটল ডট ও টামা নো নাগারে নামক মোট ৫ ধরনের শিবাজাকুরা দেখতে পাবেন আপনি।

শিবাজাকুরা উৎসবে এলে এখানে প্রয়োজনীয় সবকিছুই পাবেন। খাবারের দোকান, স্থানীয় জিনিসপত্র বিক্রি করার দোকান, ফুলের দোকান, স্যুভিনিয়রের দোকান ইত্যাদি সবকিছুই পাবেন।

যেভাবে যাবেনঃ

কাওয়াগিচিকো স্টেশনের শাটল বাসে করে খুব কম সময়ের মধ্যেই পৌঁছাতে পারবেন জাপানের ফুজিতে শিবাজাকুরা ফুল উৎসবের কাছে। এই শাটল বাসটি উৎসবের জন্যেই তৈরি হওয়া। বাসটির নাম ‘শিবাজাকুরা লাইনার’। তারপর উৎসবে যেতে হলে প্রবেশ পথে লাগবে ৫২০ ইয়েন। ব্যক্তিগত গাড়িতেও যেতে পারবেন সেখানে। খরচ যেমনই হোক না কেন, অসম্ভব সুন্দর এই ফুলের উৎসবে প্রবেশ করলে খরচের পুরো কষ্টটাই ভুলে যাবেন। তাহলে আর দেরী কেন? শীঘ্রই ঘুরে আসুন জাপানের এই গোলাপী স্বর্গ থেকে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G