আসছে হিরোজ অব ৭১ : রিটেলিয়েশন
তথ্য প্রযুক্তি ডেস্ক : মুক্তিযুদ্ধভিত্তিক অ্যানড্রয়েড গেইম ‘হিরোজ অব ৭১’ এর বিপুল সফলতার পরিপ্রেক্ষিতে বাজারে আসছে এর সিক্যুয়াল। ‘হিরোজ অব ৭১ : রিটেলিয়েশন’ নামের এই গেইমটি আগামী স্বাধীনতা দিবসে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতারা। গেইমটির পূর্বের সংস্করণ যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করা হয়েছে।
গেইমটি খেলতে হবে আগের গেইমের নিয়ম-কানুন অনুসরণ করে। সিক্যুয়ালে নতুন একটি নারী চরিত্র যুক্ত করা হয়েছে। আছে নতুন লেভেলও। গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান পোর্টব্লিস জানিয়েছে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে গেইমটি গুগল প্লে-স্টোরে মুক্তি দেয়া হবে। এর আগে গত বছরের বিজয় দিবসে মুক্তি পায় হিরোজ অব ৭১।
গেইমটি মুক্তির প্রথম দিনই ১০ হাজার বার ডাউনলোড করা হয়। পাঁচ দিনের মধ্যে ডাউনলোড করা হয় ১ লাখ বার। এখন পর্যন্ত গেইমটি ২ লাখ ৮০ হাজার বার ডাউনলোড করা হয়েছে।
গেইমটির নির্মাতারা আশা করছেন, হিরোজ অব ৭১ এর মতো ‘হিরোজ অব ৭১ : রিটেলিয়েশন’ও তুমুল জনপ্রিয়তা পাবে।
সুত্র : টেকশহর
প্রতিক্ষণ/এডি/এস. টি.











