জাবি ক্যাম্পাস এখন পিকনিক স্পট !

প্রথম প্রকাশঃ মার্চ ১০, ২০১৬ সময়ঃ ৩:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৩ অপরাহ্ণ

তহিদুল ইসলাম (জাবি প্রতিনিধি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস এখন পিকনিক স্পটে পরিণত হয়েছে। ফলে বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ। প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে বহিরাগতরা পিকনিকের আয়োজন করছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়।

পিকনিকে আসা বহিরাগতদের ফেলে যাওয়া খাবারসহ বিভিন্ন বর্জ পরবর্তীতে পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে নষ্ট হচ্ছে পরিবেশ। তাছাড়া তাদের উচ্চ শব্দে বাজানো মাইক শিক্ষার পরিবেশ নষ্ট করছে। দিনদিন ক্যাম্পাসে পিকনিকে আসা বহিরাগতদের সংখ্যা বাড়ায় তৈরি হচ্ছে নিরাপত্তা সংকট। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে অনেক ঝোপ ঝাড়ও ধ্বংস হয়ে যাচ্ছে। এদিকে, শিক্ষাঙ্গনকে এভাবে পিকনিক স্পটে পরিণত করায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হচ্ছে।

ju

ক্যাম্পাসের কয়েকজন শিক্ষার্থী প্রতিক্ষণ ডট কম-কে বলেন, ‘প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে কোন না কোন গ্রুপ পিকনিকের আয়োজন করছে। আর যেখানে সেখানে ফেলে যাওয়া খাবারের পঁচা দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে হাঁটা যায় না। তাছাড়া ছুটির দিনে তো ক্যাম্পাসে পা ফেলাই যায় না।’

campus

আগে ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি ছিল উল্লেখ করে জাবি শিক্ষক মঞ্চের মুখপাত্র দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হিসেবেই গড়ে তোলা উচিত, এটাকে পর্যটন কেন্দ্র না বানানোই ভাল। এটা দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন।’

ju campus

রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘এ বছর বহিরাগতদের পিকনিকের অনুমতি দেয়া হয়েছিল, পরবর্তী বছর থেকে ক্যাম্পাসে আর পিকনিক করার অনুমতি দেয়া হবে না।’

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G