সিআইডিকে তথ্য দিয়েছে তনুর বাবা
নিজসআব প্রতিবেদক
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যায় জড়িত সন্দেহভাজনদের বিষয়ে তদন্ত সংস্থা সিআইডিকে তথ্য দিয়েছেন তার বাবা ইয়ার হোসেন।
তনু হত্যার একমাসের মাথায় ১৯ এপ্রিল সিআইডিকে তিনি এসব তথ্য দিয়েছেন। তথ্য দেওয়ার পর সিআইডির পক্ষ থেকে তাকে ধৈর্য ধরতে বলা হয়েছে।
সিআইডির কর্মকর্তারা তাকে বলেন, একমাস ধৈর্য ধরেছেন, অন্তত আরও একমাস ধৈর্য ধরুন। এরমধ্যে মামলার তদন্তের একটা অগ্রগতি তারা তাকে দিতে
পারবেন বলে আশ্বাস দিয়েছেন বলে প্রতিক্ষণকে বলেন তনুর বাবা ইয়ার হোসেন।
গত ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের বাসার কাছ থেকে সোহাগী জাহান তনুর মৃতদেহ উদ্ধার করা হয়। মেয়েকে খুঁজতে গিয়ে তনুর
বাবা ইয়ার হোসেনই প্রথম মেয়ের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। মেয়ে হত্যাকাণ্ডের একমাসে খুনিদের শনাক্ত ও গ্রেফতারে বিষয়ে
কোনও তথ্য আছে কিনা জানতে চাইলে তনুর বাবা বলেন, তাদের কাছে কোনও তথ্য নেই। তনু হত্যাকাণ্ডে জড়িত কোনও খুনি গ্রেফতার হয়েছেন বলেও তাদের জানা নেই। সিআইডির কর্মকর্তারা
তাদের কাছে যেসব তথ্য জানতে চেয়েছেন, তারা সেসব তথ্য সিআইডিকে দিয়েছেন। সন্দেহভাজনদের বিষয়েও তিনি তথ্য দিয়েছেন সিআইডির কর্মকর্তাদের। খুনি যারাই হোন,
তাদের ধরার জন্য বলেছেন। তারা সেগুলো খতিয়ে দেখবেন জানিয়ে বলেছেন, ধৈর্য ধরুন। আগামী একমাসের মধ্যে তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে পারবেন। আর বলেছেন,
আক্রোশের কারণে হত্যা করা হয়েছে তনুকে।
‘আমার কোনও ক্ষমতা নেই। জোর নেই। এখন ধৈর্য ধরা ছাড়া আর কী করার আছে? গরিবের বিচার যদি আল্লাহ করেন, সেই
অপেক্ষায় আছি। আল্লাহ দেখেছেন কে মেরেছে তনুকে। এছাড়া, লাশতো পাওয়া গেছে’।
তনু হত্যা মামলার তদন্ত সহায়ক কমিটির প্রধান সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ দ্রুত একটি সমাধানে আসা যাবে বলে সাংবাদিকদের বলেন।
=====














