বিশ্বের সেরা দশ বুদ্ধিমান মানব-(পর্ব ০১)

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৬ সময়ঃ ১০:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৮ পূর্বাহ্ণ

 

মস্তিষ্ক হচ্ছে মানব দেহের সবচেয়ে রহস্যময় অঙ্গ।এটি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ।কিন্ত মস্তিষ্কে কি এমন আছে যা কারনে একজন মানুষকে এতটা স্মার্ট দেখায়?কেউি এটিকে অস্বাভাবিকতা বললেও অন্যরা এটিকে উপহার হিসেবেই দেখছেন।

পৃথিবীতে অনেক বুদ্ধিমান মানুষ আছেন।পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ কারা এবং কি কাজ সম্পন্ন করেন তারা সেটি আমাদের জানার আগ্রহ আরো বাড়িয়ে দেয়।আসুন সর্বোচ্চ আই কিউধারী পৃথিবীর এমন দশজন বুদ্ধমান মানুষ সম্পর্কে জেনে নিই।

১.গ্যারি ক্যাসপারভঃ

গ্যারি ক্যাসপারভ এর আই কিউ হচ্ছে ১৯০।

১

গ্যারি ক্যাসপারভ বিশ্বকে পুরোপুরি চমকে দিয়েছেন।তিনি একটি দাবা কম্পিউটারের সাথে ২০০৩ সালে ড্র করেছেন।এই কম্পিউটারটি প্রতি মিনিটে তিন মিলিয়ন অবস্থান হিসেব করতে সক্ষম।তিনি রাশিয়ার একজন দাবা চ্যাম্পিয়ন।বাইশ বছর বয়সে তিনি আনাতোলি কারপোভকে হারিয়ে বিশ্বের সর্ব কনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন নির্বাচিত হন।

২. ফিলিপ ইমেগওয়ালিঃ

ফিলিপের আই কিউ রেকর্ড হচ্ছে ১৯০।

২

ফিলিপ ইমেগওয়ালি হচ্ছেন নাইজেরিয়ান বংশোদ্ভুত প্রকোশলী,গনিতবিদ,কম্পিউটার বিজ্ঞানী, এবং ভূবিজ্ঞানী যিনি ১৯৮৯ সালে গর্ডন বেল পুরষ্কার পান।পেট্রোলিয়ামের ক্ষেত্র সনাক্ত করনের জন্য সুপার কম্পিউটারের সাথে সংযোগ মেশিনের সফল ব্যবহারের জন্য আইইইই তাকে এই পুরষ্কার প্রদান করেন।

৩. মেরিলিন ভস সাভান্টঃ

সাভান্ট এর আইকিউ হচ্ছে ১৯০।

৩

১৯৮৫ সালে গিনিস বুক অব রেকর্ডে তার স্কোরটি গৃহীত হয়।তার ওয়েব সাইট থেকে জানা যায় তিনি পরপর পাঁচবার বিভিন্ন আই কিউ পরীক্ষায় ২২৮ লাভ করেন।তিনি পেরেড ম্যাগাজিনের একজন জনপ্রিয় কলামিস্ট।বিভিন্ন  বিষয়ে তিনি পাঠকের পাজলের উত্তরপ্রদান করেন।

৪. মিসল্যাভ প্রিডাবেকঃ

তার অর্জিত আই কিউ হচ্ছে ১৯২।

৪

ক্রোয়েশীয় গণিতশাস্ত্রের অধ্যাপক মিসল্যাভ প্রিডাবেক বিশ্বের সেরা দশজন বুদ্ধিমানের মধ্যে সপ্তম স্থানে রয়েছেন।তিনি জেনারেল আই কিউ সোসাইটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি হিসেবে আছেন। এটি কিছু বুদ্ধিমান মানুষের অভিজাত সংগঠন।তিনি একটি ট্রেড কোম্পানির মালিক ও পরিচালক।

৫. রিক রসনারঃ

রিক রসনারের আই কিউ হচ্ছে ১৯২।

৫

এই প্রতিভাধর মানুষটি ভাবেন নি যে তিনি একদিন পৃথিবীর সেরা বুদ্ধিমানদের একজন হবেন।তিনি একজন মার্কিন টেলিভিশন প্রোডিউসার।টিভি শো চিপস এর জন্য তিনি অনেক সুপরিচিত।পরবর্তিতে ডিরেক টিভি নামে যৌথ মালিকানায় একটি সম্প্রচার টিভি চালু করেন।

বাকিদের তথ্য আগামী পর্বে জানিয়ে দেবো।প্রতিক্ষণের সাথেই থাকুন।

প্রতিক্ষণ/এড/জেডআর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G