আজ দেখা যাবে সূর্যের উপর বুধের ছায়া

প্রকাশঃ মে ৯, ২০১৬ সময়ঃ ১২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

266416636-Mercury-Transit_6সূর্যের ওপর বুধ গ্রহের ছায়া অতিক্রম (ট্রানজিট) ঘটবে সোমবার। এই দৃশ্য দেখা যাবে বাংলাদেশ থেকেও।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ১২ মিনিট ১৯ সেকেন্ডে বুধ গ্রহের ছায়া সূর্যের পূর্ব প্রান্তের বহির্ভাগ স্পর্শ করবে এবং ৫টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বুধ গ্রহের ছায়া সূর্যের পূর্ব প্রান্তের অন্তর্ভাগে প্রবেশ করবে। রাত ৮টা ৫৭ মিনিট ২৫ সেকেন্ডে বুধ গ্রহের ছায়া সূর্যের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমাংশের মধ্যভাগে অবস্থান করবে। রাত ১২টা ৩৯ মিনিট ১১ সেকেন্ডে বুধ গ্রহের ছায়া সূর্যের দক্ষিণ-পশ্চিমাংশের অন্তর্ভাগ স্পর্শ করবে এবং ১২টা ৪২ মিনিট ২৩ সেকেন্ডে বুধ গ্রহের ছায়া সূর্যের দক্ষিণ-পশ্চিমাংশের বহির্ভাগ অতিক্রম করবে। বুধ গ্রহের ছায়া যখন সূর্যের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমাংশের মধ্যভাগে অবস্থান করবে তখন গ্রহের ছায়া ও সূর্যের মধ্যকার ন্যূনতম কৌণিক দূরত্ব হবে ৫ মিনিট ১৮.৫ সেকেন্ড।

আকাশ পরিষ্কার থাকলে সূর্যের ওপর বুধ গ্রহের এই অতিক্রম বাংলাদেশের সব স্থানে দেখা যাবে। বাংলাদেশে ট্রানজিটটি বিকেল ৫টার পর শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী হবে।

আফ্রিকা মহাদেশের নাইজারের ফ্যাচি শহরের দক্ষিণে সোমবার স্থানীয় সময় ১১টা ৫৭ মিনিট ৩৫ সেকেন্ডে বুধ গ্রহের ছায়া প্রথমবারের মতো সূর্যের পূর্ব প্রান্তের বহির্ভাগ স্পর্শ করেছে। একই তারিখে একই শহরের দক্ষিণ-পশ্চিমে স্থানীয় সময় ১১টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ডে বুধ গ্রহের ছায়া প্রথমবারের মতো সূর্যের পূর্ব প্রান্তের অন্তর্ভাগ স্পর্শ করেছে।

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G