আরো নতুন ১০টি ফিচারে হোয়াটসঅ্যাপ

প্রকাশঃ জুলাই ২৪, ২০১৬ সময়ঃ ৬:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Androidpit-best-texting-app-whatsapp-9927

আরও বড় হতে চলেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ফিচার তালিকা। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp-এ সম্প্রতি একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে, আরও কয়েকটি দ্রুতই হয়ে যাবে৷ আসন্ন নতুন সংস্করণে আরও নতুন ১০টি ফিচার যুক্ত হতে যাচ্ছে বলে  জানা গেছে। আসুন দেখে নেওয়া যাক|

ভিডিও কলঃ  মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপেও করা যাবে ভিডিও কল। ভি.২.১৬.৮০ অ্যান্ড্রয়েড আপডেটে বেটা টেস্টিং প্রোগ্রাম চলছে।

কল ব্যাক: কোনও হোয়াটসঅ্যাপ কল মিস হয়ে গেলে, কল ব্যাক করার নতুন অপশন যুক্ত হয়েছে সম্প্রতি৷ গুগল প্লে-স্টোরে এখনও রিলিজ না করলেও v2.16.189 আপডেটে এই ফিচারের ‘বেটা টেস্টিং’ ভার্সন যুক্ত হয়ে গিয়েছে৷ APKMirror website থেকে এপিকে ফাইল ম্যানুয়ালি ডাউনলোড করা যাচ্ছে৷

মিউজিক শেয়ারিং: গান শুনতে ও শেয়ার করতে যারা ভালবাসেন, তাদের জন্য এই নতুন ফিচারটি দুর্দান্ত উপযোগী হতে চলেছে৷ সূত্রের খবর, খুব দ্রুতই হোয়াটসঅ্যাপ থেকে যে কোনও মিউজিক ফাইল কাউকে পাঠানো যাবে৷

Quotes: কোনও লম্বা কথোপকথনে ‘রিপ্লাই’ করার সময় নতুন এই অপশনটি ব্যবহার করা যাবে৷ যে কোনও কনভারসেশন খুলে একটি মেসেজ লং প্রেস করে সিলেক্ট করুন, তারপর রিপ্লাই বোতাম টিপুন৷ দেখতে পাবেন, তাঁর মেসেজ ও আপনার মেসেজ একসঙ্গে একটি কনভারসেশনের মতো পৌঁছে যাবে৷

নয়া ফন্ট: এই ফিচারটি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ ইউজাররা ব্যবহার করতে শুরু করেছেন৷ এখন যে কোনও কনভারসেশনে বোল্ড, ইটালিক-এর মতো ফন্টে লেখা যায়৷

ইমোজিঃ  কথাবার্তাকে আরও মজাদার করে তুলতে চ্যাটবক্সে আরও বড়, আরও আকর্ষণীয় ইমোজি যুক্ত হতে চলেছে। হোয়াটসঅ্যাপ একটি ব্লগে এই খবর জানিয়েছে।

এন্ডটুএন্ড এনক্রিপশনঃ  এই ফিচারটি আপনার মেসেজকে সুরক্ষিত, গোপন রাখে। যে মেসেজ পাঠাচ্ছে ও যার কাছে মেসেজ যাচ্ছে- এই দুজন ছাড়া অন্য কেউ ওই মেসেজ ‘ডিকোড’ করে পড়তে পারবে না।

Mention group invites: ধরুন কোনও গ্রুপে ৪-৫ জন বন্ধুর মধ্যে কনভারসেশন চলছে৷ গ্রুপ চ্যাটে কাউকে মেনশন করে মেসেজ পাঠানো যাবে৷ অনেকটা ফেসবুক মেনশন অপশনের মতো এই সুবিধা দ্রুতই যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে৷

GIF সাপোর্ট: আইওএস প্ল্যাটফর্মে দ্রুতই এই নতুন ফিচারটি যুক্ত হতে চলেছে৷

বড় ইমোজি: কথাবার্তাকে আরও মজাদার করে তুলতে চ্যাটবক্সে আরও বড়, আরও আকর্ষণীয় ইমোজি যুক্ত হতে চলেছে৷ হোয়াটসঅ্যাপ একটি ব্লগে এই খবর জানিয়েছে৷

 

প্রতিক্ষণ/এডি/এস. টি.

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G