১০ জানুয়ারি রাতে আকাশে উজ্জ্বলতম রূপে দেখা যাবে বৃহস্পতি
আকাশপ্রেমীদের জন্য আসছে বিশেষ এক রাত। আগামী ১০ জানুয়ারি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি বছরের সবচেয়ে উজ্জ্বল ও বড় অবস্থানে দেখা যাবে। এই বিরল দৃশ্য খালি চোখেই উপভোগ করা যাবে বলে জানিয়েছে নাসা।
বাংলাদেশের মানুষরাও দেখতে পাবে যদি রাতের আকাশ পরিস্কার থাকে।
নাসার তথ্য অনুযায়ী, ওই দিন বৃহস্পতি পৌঁছাবে ‘অপোজিশন’ অবস্থানে। অর্থাৎ পৃথিবী থাকবে সূর্য ও বৃহস্পতির মাঝখানে। এতে করে বৃহস্পতি পৃথিবীর তুলনামূলক সবচেয়ে কাছাকাছি চলে আসে এবং স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি উজ্জ্বল দেখায়।
সূর্যাস্তের পর পূর্ব আকাশে তাকালেই বৃহস্পতির দেখা মিলবে। গ্রহটি থাকবে মিথুন নক্ষত্রমণ্ডলে এবং সারা রাতই দৃশ্যমান থাকবে। বিশেষজ্ঞদের মতে, মধ্যরাতের দিকে আকাশের সবচেয়ে উঁচু অবস্থানে পৌঁছানোর সময় বৃহস্পতিকে দেখার সুযোগ সবচেয়ে ভালো হবে।
এই রাতে বৃহস্পতির উজ্জ্বলতা হবে প্রায় মাইনাস ২ দশমিক ৭ ম্যাগনিচিউড, যা রাতের আকাশে একে চাঁদ ও শুক্র ছাড়া প্রায় সব নক্ষত্রের চেয়ে উজ্জ্বল করে তুলবে। নাসা জানিয়েছে, এই দৃশ্য দেখতে কোনো টেলিস্কোপের প্রয়োজন নেই।
তবে যাদের কাছে দূরবীন বা ছোট টেলিস্কোপ রয়েছে, তারা বৃহস্পতির চারটি বৃহৎ উপগ্রহ—আইও, ইউরোপা, গ্যানিমিড ও ক্যালিস্টো—দেখার সুযোগও পেতে পারেন।
আকাশ পরিষ্কার থাকলে এই দৃশ্য উপভোগ করার সুযোগ হাতছাড়া না করার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। কারণ, এমন উজ্জ্বল ও কাছাকাছি অবস্থানে বৃহস্পতিকে দেখার সুযোগ বছরে একবারই আসে।
প্রতি /এডি /শাআ










