টুইটারে বন্ধ হয়েছে ২ লাখের বেশি অ্যাকাউন্ট

প্রকাশঃ আগস্ট ১৯, ২০১৬ সময়ঃ ২:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

twitter20160819114027

গত ছয় মাসে টুইটারের নীতিমালা অমান্য করে চরমপন্থা ও সন্ত্রাসবাদ ছড়ানোয় ২ লাখ ৩৫ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্টরা।

এ নিয়ে গত এক বছরে ৩ লাখ ৩৬ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি।

 
বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সান ফ্রান্সিস্কোভিত্তিক কোম্পানিটি ১ লাখ ২৫ হাজার টুইটার অ্যাকাউন্ট বন্ধের ঘোষণা দেয়।

এছাড়া কোনো অ্যাকাউন্টের বিষয়ে কেউ রিপোর্ট করলে তা আরো অল্প সময়ের মধ্যে স্থগিত করার বিষয়েও কাজ করছে টুইটার। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বলছে, স্থগিত হওয়া অ্যাকাউন্টগুলোর মালিকরা যেন আবার অন্য অ্যাকাউন্ট নিয়ে ফিরে আসতে না পারে সে বিষয়টি নিয়েও কাজ করা হচ্ছে। 

গত বছরের শেষ দিকে চরমপন্থী ও সন্ত্রাসীদের টুইটার ব্যবহারের প্রবণতা বেড়ে গেলে সমালোচনার মুখে পরে জ্যাক ডরসির নেতৃত্বে চলা প্রতিষ্ঠানটি। এর পর পরই তারা চরমপন্থা ও সন্ত্রাসবাদীদের রুখতে নতুন ফিচার যোগ করে সাইটটিতে। 

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G