ফেইসবুকের স্যাটেলাইট ধ্বংসের কারণ রকেট বিস্ফোরণ

প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৬ সময়ঃ ৮:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৯ অপরাহ্ণ

Facebookবিশ্বের প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রথম স্যাটেলাইট নিয়ে আগামী শনিবার যাত্রা শুরু করার কথা ফ্যালকন-৯ নামে যুক্তরাষ্ট্রের একটি রকেটের। তবে ফ্লোরিডায় পরীক্ষা-নিরীক্ষার সময় ঐ রকেটটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় ঐ বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এতে যাত্রার আগেই ধ্বংস হয়ে যায় ফেসবুকের প্রথম স্যাটেলাইট। ফ্লোরিডার কেপ কেনাভেরাল এয়ারফোর্স স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রকেটটি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রকেটটিতে কোনো মানুষ ছিল না। আর এতে হতাহতেরও কোনো ঘটনা ঘটেনি। স্পেস এক্সের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি সরবরাহ করার সময় কোনো ‘অনিয়ম’ ঘটতে পারে। বিস্ফোরণের কারণে বেশ দূরে থাকা ভবনগুলো কেঁপে ওঠে।

রকেটটি বিস্ফোরণের কারণে ধ্বংস হয়ে যায় স্যাটেলাইট অ্যামোস-৬। যার মাধ্যমে বিশ্বের প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’ আফ্রিকার এলাকায় ইন্টারনেট নেটওয়ার্ক বাড়াতে চেয়েছিল।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বর্তমানে আফ্রিকার কেনিয়ায় আছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাকারবার্গ জানিয়েছেন, তিনি ‘খুবই হতাশ’।

মেইল অনলাইন জানিয়েছে, ঐ স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার ১৪টির বেশি দেশে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া যেতে পারত। অ্যামোস-৬-এর মালিক স্পেসকম। আর ঐ ইন্টারনেট স্যাটেলাইটে ফেসবুকের খরচ ছিল ২০০ মিলিয়ন মার্কিন ডলার।

ফেসবুকে এ ব্যাপারে জাকারবার্গ বলেন, ‘আমি এখন আফ্রিকায় আছি। স্পেস এক্সের ব্যর্থতায় আমাদের স্যাটেলাইটের ধ্বংসের খবর শুনে আমি খুবই হতাশ। এটা এ মহাদেশের অনেক উদ্যোক্তাকে যোগাযোগের আওতায় নিয়ে আসতে পারত।’

========

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G