কসমেটিকস এর যত্নআত্তি
মেকআপ করার সময় সতর্কতা অবলম্বন করার পাশাপাশি প্রসাধন সামগ্রীরও বাড়তি যত্ন নেয়া উচিত।
আর যত্ন নেওয়ার প্রথম ধাপ সঠিক তাপমাত্রায় প্রসাধন সামগ্রী রাখা। কিছু কিছু প্রোডাক্ট সবসময় ফ্রিজে রাখা প্রয়োজন।
জেনে নিন কোন প্রোডাক্টগুলো সবসময় ফ্রিজে রাখা উচিত-
লিক্যুইড মেকআপ: মাসকারা থেকে শুরু করে লিক্যুইড ফাউন্ডেশন, গরমে শুকিয়ে যায়।
তাই বেশি দিন ব্যবহারযোগ্য রাখতে এগুলো সব সময় ফ্রিজে রাখুন।
পারফিউম: অতিরিক্ত তাপমাত্রায় পারফিউমের কম্পোজিশন নষ্ট হয়ে যায়।
এতে সুগন্ধও নষ্ট হয়ে যায়। তাই পারফিউম সব সময় ফ্রিজে রাখুন।
ন্যাচারাল প্রোডাক্টস: যে কোনও ন্যাচারাল প্রোডাক্টস ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায়।
গরম, বর্ষা, শীত যে কোনও সময়ই ন্যাচারাল প্রোডাক্ট ফ্রিজে রাখুন।
আইপেন্সিল: মেক আপ করার আগে আইপেন্সিল ১৫ মিনিট ফ্রিজে রাখুন।এতে গাঢ়, সুন্দর লাইন পড়বে চোখে।
আই
ক্রিম: চোখের চারপাশের শিরা ফুলে গিয়ে পাফি আইজের সমস্যা হয়।
আইক্রিম ফ্রিজে রাখলে ঠান্ডায় শিরা সংকোচন হয়। সমস্যা দূর হয়।
লিপস্টিক: ফ্রিজে রাখলে লিপস্টিক গলে যাবে না। অনেক বেশি সময় ধরে ব্যবহারযোগ্য থাকবে।
প্রতিক্ষণ/এডি/তাজিন














