হেতিজার আত্মহত্যা চেষ্টার দায় কার?

প্রকাশঃ জানুয়ারি ১৩, ২০১৭ সময়ঃ ২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৩ অপরাহ্ণ

শারমিন আকতার:

pargali

‘প্রিয় মানুষকে হারিয়ে তুমি কখনও আগুনে পুড়েছো? কখনও কি হারানোর বেদনায় তুমি উন্মাদ হয়েছো? কখনও উজার করে ভালবেসেছো? কখনও কি বিরহ হৃদয় চূর্ণ করেছে? কখনও কি ভালবাসা হারানোর যন্ত্রণা অনুভব করেছো? কখনও কি বেহালার সুরে ব্যাকুল হয়েছো? ‘ইব্রাহিম, কেন চলে গেলে? আমাকে একা ফেলে’?

‘ভালবাসা, তোমাকে ছাড়া এ জীবন বৃথা। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা বৃথা। তোমাকে পেয়ে আমার জীবন পূর্ণ হয়েছিল। আমি শুনেছিলাম তোমার হৃদয়ের ব্যাকুলতা। বলেছিলে হে প্রিয়তমা, হে শাহজাদী; ভালবাসা- শুধু ভালবাসা পেতে চায়। দুটো নয় শুধু একটা হৃদয়। হে প্রিয়তম, তোমার আমার দূরত্ব শুধু এ মাটির শরীর। তাই আত্মাকে মুক্তি দিয়ে তোমার কাছে আসছি’।

অটোম্যান সাম্রাজ্যের শাহজাদী, সুলতান সুলেমানের বোন হেতিজা সুলতান আত্মহত্যা করতে যাওয়ার আগ মুহূর্তে এ কথাগুলোই হয়তো বিড়বিড় করে বলেছিল। হেতিজা হয়তো প্রিয় ভাই, ইব্রাহিমকে মৃত্যুদণ্ডদানকারী সম্রাট, জাহাপনা সুলেমানের উদ্দেশ্যেই বলেছিল। হয়তো এ পরিবারের ধ্বংস ডেকে আনা যাদুকরী সম্রাজ্ঞী হুররাম সুলতানকে জিজ্ঞেস করেছিল।
কিন্তু এ প্রাসাদ ভেদ করে, মাটি ফুঁড়ে পৌঁছেনি এক বিরহিনীর করুণ অশ্রুসিক্ত প্রশ্নরাজি। শোনেনি সম্রাট, সম্রাজ্ঞি। সবাই গভীর ঘুমে নিমজ্জ; শুধু একজন জেগে জেগে বেহালার সুরে স্মৃতির বারান্দায় ঘুরে বেড়িয়েছিল।

হেতিজা, ইব্রাহিমের প্রথম ভালবাসা। সুলেমানের অতি আদরের বোন। জীবনের আসন্ন বসন্ত যার এক রাতেই ফুরিয়ে গেছে। সমস্ত সত্য এক নিমেষেই স্মৃতি আয়নায় দৃশ্যমান যার জীবনে। শুধু একটিমাত্র রাত; এতটা ভয়াবহ, ভয়ঙ্কর হয়ে উঠবে হেতিজা কি কখনও ভেবেছিল? সবচেয়ে নিরাপদ প্রাসাদ আগুনের কুণ্ডুলি সাজিয়ে ছাই বানিয়ে ফেলবে ইব্রাহিম-হেতিজার সুখের সংসার; কে তা জানতো।

এ আকস্মিক স্বজন হারানোর দায় কার? ইসমা, উসমান ও হুরিচিহানের বাবাকে শেষবারের মতো এক নজর দেখতে না পারার দায় কার? এ সাম্রাজ্যের ক্ষমতাবান শাহজাদী হেতিজার আত্মহত্যা চেষ্টার দায় কার?

শুনছেন কি সম্রাট সুলেমান, সম্রাজ্ঞি হুররাম সুলতান?

শিক্ষণীয়: কখনও কাউকে পুরোপুরি বিশ্বাস করা উচিত নয়; সে যেই হোক না কেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G