ভালবাসা দিবসের সাতকাহন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৭ সময়ঃ ২:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৮ অপরাহ্ণ

আজ ১৪ই ফেব্রুয়ারি। বছরের সবচেয়ে রোমান্টিক দিন। প্রিয়জনকে ফুল, চকলেট আর কার্ড উপহার দিয়ে ভালবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এর চেয়ে চমৎকার উপলক্ষ আর হতে পারে না। আসুন জেনে নেয়া যাক কেন আমরা ১৪ই ফেব্রুয়ারি দিনটিকে ভালবাসা দিবস হিসেবে উদযাপন করি।

 

rose

কিভাবে শুরু হল ভালোবাসা দিবস উদযাপন?

প্রাচীন রোমে ‘লুপারসেলিয়া’ উৎসব থেকেই আধুনিক ভ্যালেন্টাইন ডে উদযাপনের সূত্রপাত ঘতে বলে ধারণা করা হয়। ‘ফাউনুস’ ছিলেন রোমান কৃষিদেবতা। তাঁর উদ্দেশ্যে প্রতিবছর ১৫ ফেব্রুয়ারি এ উৎসবের আয়োজন করা হত।

প্রথমে বাক্সের মধ্যে একজন একজন করে নারীর নাম আলাদা আলাদা চিরকুটে লিখে জমা রাখা হত। রোমান পুরুষরা দৈবচয়ন পদ্ধতিতে একটি করে চিরকুট তুলতেন। সেটাতে যার নাম লেখা থাকতো
সেই নারী পুরো উৎসবজুড়ে তার সঙ্গী হতো। উৎসব শেষে বেশিরভাগ যুগলই বিয়ে করতেন।

রোমান সম্রাটরা খ্রিস্টধর্ম গ্রহন করার পর কয়েক শতক ধরে এ উৎসব চালু ছিল। ৫ম শতাব্দীতে পোপ গেলাসিয়াস ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন
ডে ঘোষণা করার পর থেকে এ উৎসবের চল উঠে যায়।

চসারের লেখায় পাওয়া যায় দিনটির কথা

‘দ্য ক্যান্টারবেরি টেলস’-এর লেখক চসার ইতিহাস নিয়ে লেখার সময় কিছুটা স্বাধীনতায় বিশ্বাস করতেন। তাঁর কাব্যের চরিত্রগুলো ইতিহাসের এমন সব অলিগলিতে বিচরণ করে যে, পড়লে মনে হয় আসলেই এমন কিছু ঘটেছিল। ১৩৭৫ সালে চসার ‘পার্লামেন্ট অফ ফাউল’ লেখার আগে কোথাও ঘটা করে ভ্যালেন্টাইন ডে উদযাপিত হয়েছে বলে কারো জানা নেই। তিনি লেখেন, এই দিনে পাখিরা নিজেদের সঙ্গী খুঁজে নেয়, আর গান গায় ডালে ডালে। ফুলেরা সেই আনন্দে দোল খেতে থাকে, সুরভি ছড়ায় বাতাসে।

2কে এই সেন্ট ভ্যালেন্টাইন?

সেন্ট ভ্যালেন্টাইন নামে শুধু একজন ব্যক্তি ছিলেন, না অনেকে ছিলেন সেটা নিয়ে বিতর্ক আছে। রোমান ক্যাথলিক চার্চ দাপ্তরিকভাবে একজন সেন্ট বা সাধুকে স্বীকৃতি দেয়, যিনি ২৭০ খ্রিস্টাব্দের
দিকে মারা যান।

রোমান সম্রাট একবার ভাবলেন অবিবাহিত যুবকরাই ভালো সৈনিক হয়। তাই তিনি যুবকদের বিয়ে করার উপর নিষেধাজ্ঞা জারি করলেন। কিন্তু ভ্যালেন্টাইন সম্রাটের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে গপনে বিয়ে করে ফেলল। সম্রাটের কানে যখন এই খবর পৌঁছে, তিনিতো রেগেমেগে আগুন। ভ্যালেন্টাইনকে বন্দী করা হল, এবং শাস্তি হিসেবে দেয়া হল মৃত্যুদণ্ড।

আবার টেরনি এলাকায়ও ভ্যালেন্টাইন নামে একজন বিশপ ছিল। ওই সাধু আর এই বিশপের গল্পে হুবহু মিল পাওয়া যায়। আসলে আর নামানুসারে যে আজকের এই বিশ্বজনীন উৎসব তা বলা মুশকিল। এটা নিয়ে এত জল ঘোলা হয়েছে যে ১৯৬৯ সাল থেকে চার্চ ভ্যালেন্টাইনকে শ্রদ্ধা জানানো স্থগিত রেখেছে।

‘ভ্যালেন্টাইন’ শব্দটির অর্থ মূল্যবান, সবল কিংবা শক্তিশালী। দ্বিতীয় শতক থেকে অষ্টম শতক পর্যন্ত এ ধরণের নাম রোমে বেশ জনপ্রিয় ছিল। এমনকি ভ্যালেন্টাইন নামের একজন পোপ পর্যন্ত ছিলেন!

ভালবাসার জন্য কি অবদান তাঁর?

ভ্যালেন্টাইন গোপনে অনেক যুগলকে বিয়ে করতে সাহায্য করেছিলেন। তিনি ছিলেন মৌমাছিপালনে উৎসাহদান আর মহামারী থেকে রক্ষার দায়িত্বে নিয়োজিত সাধু। তারপরও যারা সম্রাটের অজান্তে বিয়ে করতে চাইত, তাদের ত্রাণকর্তা বলতেই ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন।

তাঁর মাথার খুলি রোমে রাখা হল কেন?

রোমের কসমেডিন এলাকার সান্তা মারিয়া গির্জায় সেন্ট ভ্যালেন্টাইনের মাথার খুলি সংরক্ষিত আছে। ১৮ শতকে রোমের কাছাকাছি এলাকায় খনন করে কিছু ভূগর্ভস্থ কবর পাওয়া যায়, যেখানে তাঁর দেহাবশেষ ছিল। নিয়ম অনুযায়ী তাঁর দেহাবশেষের বিভিন্ন অংশ খ্রিস্টধর্মের তীর্থস্থানগুলোতে পাঠিয়ে দেয়া হয়। চেক রিপাবলিক, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ফ্রান্সে তাঁর দেহের অন্যান্য অংশ সংরক্ষিত আছে।

এইদিন আমরা প্রিয়জনকে কার্ড উপহার দেই কেন?

সেন্ট ভ্যালেন্টাইন যখন কারাবন্দী ছিলেন, তখন নিজের প্রেমিকাকে চিঠি লিখে পাঠাতেন। যেগুলোর শেষে লেখা থাকতো ‘ফ্রম ইউর ভ্যালেন্টাইন’। সেই স্মৃতিতেই আমরাও প্রিয়জনকে ভালবাসার স্মারক হিসেবে কার্ড উপহার দেই।

১৪ই ফেব্রুয়ারি কেন এই দিনটি উদযাপন করা হয়?

কেউ কেউ মনে করেন, সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদিবসকে স্মরণ করে এই দিনটি উদযাপন করা হয়। আবার অনেকে মনে করে চার্চ সুকৌশলে রোমান ‘লুপারসেলিয়া’ উৎসবকে খ্রিস্টীয়করন করার জন্য এই দিনটিকে ভ্যালেন্টাইন দিবস হিসেবে পালনের রীতি চালু করেছে।

ভালবাসার সাথে লাল গোলাপের সম্পর্ক কি?

১৭ শতকে সুইডেনের রাজা চার্লস ২ পারস্য থেকে ‘ফুলের ভাষায় ভালোবাসা’ নামক একধরণের কাব্যগ্রন্থ নিয়ে আসেন। ১৮ শতক জুড়েই নারীরা ফুলকে ভালবাসার প্রতীক বলে বিশ্বাস করতে শুরু করে। লাল গোলাপ প্রকৃতপক্ষে রোমান প্রেমের দেবী ভেনাসের প্রিয় ফুল। সে কারনে প্রাচীনকাল থেকেইলাল গোলাপকে প্রেমের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

কিউপিডের সাথে কিসের সম্পর্ক5

কিউপিড হলেন কামনা, বাসনা, স্নেহ আর অভিসারের রোমান দেবতা। যুদ্ধের দেবতা মারস আর প্রেমের দেবী ভেনাসের সন্তান তিনি। রোমান ভাষায় ‘কিউপিড’ শব্দের অর্থ ভালোবাসা।

কখন থেকে বাণিজ্যিক হয়ে গেলো ভালবাসা দিবস?

১৮ শতকের দিকে ইংল্যান্ডে জাঁকজমকভাবে ভালবাসা দিবস উদযাপন করা শুরু হয়। ভালবাসার মানুষেরা এক অপরকে কার্ড, ফুল ইত্যাদি উপহার পাঠাতে শুরু করে। ১৯১৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে হলমার্ক কোম্পানি ছাপানো কার্ড বিক্রি করা শুরু করে। এখন প্রত্যেক ভালবাসা দিবসে সারা বিশ্বে শতকোটির মত কার্ড বিক্রি হয়।

 

প্রতিক্ষণ/এডি/নাজমুল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G