একসঙ্গে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৭ সময়ঃ ২:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৫ অপরাহ্ণ

indian sateliteএকসঙ্গে ১০৪টি উপগ্রহ সফল ভাবে উৎক্ষেপণ করে ইতিহাস গড়ল ভারত। এর আগে কোনও দেশ একসাথে এতো বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারেনি।

পিএসএলভি-সি৩৭ নামে ৪৪.৪ মিটার লম্বা এবং ৩২০ টন ওজনের ভারতীয় রকেটটি বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে উপেক্ষা করে রওনা দেয় মহাকাশে। এই রকেটির সঙ্গে ছিল ১০৪টি উপগ্রহ। যার ওজন প্রায় দেড় হাজার কিলোগ্রামের বেশি। ফলে  একসঙ্গে ১০৪টি উপগ্রহ পাঠিয়ে রেকর্ড তৈরি করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে ১০৪টির মধ্যে ১০১টি উপগ্রহ বিভিন্ন দেশের। ৯৬টি আমেরিকার এবং ইজরায়েল, কাজাখস্তান, নেদারল্যান্ডস, সুইত্জারল্যান্ড, আরব আমিরশাহি-র একটি করে উপগ্রহ ছিল ইসরোর এই মিশনে। এর আগে ২০১৪ সালে একসঙ্গে ৩৯টি উপগ্রহ পাঠিয়েছিল রাশিয়া।

ভারত যে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করেছে সেগুলো মহাকাশ থেকে ভালো ছবি পাঠাতে পারবে। ধারণা করা হচ্ছে, ভারতের প্রতিদ্বন্দ্বী চীন এবং পাকিস্তানের উপর নজরদারী করতেও সক্ষম হবে এ স্যাটেলাইটগুলো। ১০৪টি স্যাটেলাইট বহনকারী রকেটটি ভারতের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G