নিজের মাথায় গুলি করলেন কনস্টেবল
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রে এক পুলিশ কনস্টেবল নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে গুলি করেছেন।
শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে তদন্ত কেন্দ্রের ভেতরেই এ ঘটনা ঘটে বলে লামা সার্কেলের এএসপি ভূঁইয়া মাহবুব হাসান জানিয়েছেন।
তুষার নমের ২৬ বছর বয়সী ঐ পুলিশ সদস্যকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়েছে। গুলিতে তার মাথায় যে ক্ষত তৈরি হয়েছে তাতে বাঁচার আশা দেখছেন না পুলিশ কর্মকর্তারা।
এসএসপি ভূঁইয়া মাহবুব বলেন, তুষারের বাড়ি চট্টগ্রামে। গত কিছুদিন ধরে তিনি ঘুমধুম তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।
“আমি শুনেছি সে হতাশায় ভুগছিল। আজ আকস্মিকভাবে নিজের সার্ভিসের রাইফেল মাথায় ঠেকিয়ে সে ট্রিগার টিপে দেয়।”
প্রতিক্ষণ/এডি/তপু














