জাবির দর্শন বিভাগে তিন দিনব্যাপী সেমিনার শুরু

প্রথম প্রকাশঃ মে ৬, ২০১৭ সময়ঃ ৭:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪১ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে ‘বাংলার দর্শনের স্বরূপ ও শেকড়ের খোঁজে’ শীর্ষক তিন দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় বিভাগের সেমিনার হলে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সেমিনারের উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বলেন, ‘দর্শন মানুষের জন্য চিন্তা করতে শেখায়। এই সেমিনার থেকে শিক্ষার্থীদের চিন্তার নতুন নতুন ধারণার উন্মেষ ঘটবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, ‘সীমাবদ্ধ থেকে মানুষের মনে অসীমের ধারণা জাগ্রত হয়। বাঙালি সংস্কৃতি হাজারো বছরের পুরনো। শত রকমের স্রোতধারায় বাঙালি সংস্কৃতি মিশে আছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক।

দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক তারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেমিনারের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. কামরুল আহসান, ভারতের সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলিপ কুমার মোহান্ত, আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক অঞ্জন সেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G