মিরসরাইয়ে বাস খাদে পড়ে নিহত ৬
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আজ সোমবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার করেরহাটের রামগড় এলাকার ভাঙ্গা টাওয়ার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জোরারাগঞ্জ থানার ওসি জাহিদুল কবির বলেন, চালক বাসটির উপর নিয়ন্ত্রণ হারালে ১০০ ফুটের মতো নিচে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ছয় জন মারা যায়। আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধারকাজে রয়েছেন বলে তিনি জানান।
প্রতিক্ষণ/এডি/সাই










