চিকনগুনিয়ায় আক্রান্ত হলেন মেয়র সাঈদ খোকনের মা

প্রকাশঃ জুলাই ২২, ২০১৭ সময়ঃ ৯:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০১ অপরাহ্ণ

এবার চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের মা ফাতেমা হানিফ। আজ শনিবার চিকনগুনিয়া সচেতনমূলক শোভাযাত্রার উদ্বোধনের সময় মেয়র এ তথ্য জানান।

নগর ভবনে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চিকুনগুনিয়া মুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করে মেয়র বলেন, ‘আমি অন্য মায়েদের কষ্ট বুঝি। আমার মায়ের বিষণ্ণ মুখ দেখে কাজে আসি। আমার উপর আস্থা রাখুন। আগামী দশ দিনের মধ্যে ডিএসসিসি এলাকা চিকুনগুনিয়া মুক্ত করবো।’

এদিকে, সাঈদ খোকনের পারিবারের পক্ষ থেকেও জানা গেছে, তার মা বেশ কিছু দিন ধরে চিকুনগুনিয়ায় আক্রান্ত।

উল্লেখ্য, চিকুনগুনিয়া একটি ভাইরাস জনিত জ্বর। ডেঙ্গু, জিকা’র মতোই এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমেই মানুষ থেকে মানুষে ছড়ায় এই রোগ। এর আগে শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ এবং তাঁর স্ত্রীও এই রোগে আক্রান্ত হয়েছিলেন। ঢাকা শহরে বেশ কয়েকমাস যাবত চিকনগুনিয়া আতঙ্ক ছড়িয়ে পড়ার পর দুই সিটি মেয়র মশা নিধন ও সচেতনতা কার্যক্রম জোড়ালো করেছে।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G