মাগুরায় শিশু মেলা শুরু

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০২০ সময়ঃ ৯:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৮ অপরাহ্ণ

মাগুরায় দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। ”শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলায় শিশু থাকবে সুরক্ষায় ”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মাগুরায় আজ দুই দিনব্যাপী শুরু হয়েছে শিশুমেলা।

সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে জেলা প্রশাসক মাগুরার সহযোগিতায় জেলা তথ্য অফিস এ মেলার আয়োজন করে।
এ উপলক্ষে আজ সকাল দশটায় কালেক্টর চত্বর থেকে এক বর্ণাঢ্য রালি শহর প্রদক্ষিণ করে গণগ্রন্থাগার চত্বরে এসে শেষ হয়।

সেখানে শিশুমেলা উদ্বোধন করেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু ,জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান ।

মেলায় ১১টি স্টলে শিশুদের শিক্ষা বিষয়ক বিভিন্ন রকমের উপকরণ প্রদর্শন করা হয়।
এর পাশাপাশি ,শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।আগামীকাল রবিবার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G