কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মাগুরা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

প্রকাশঃ মার্চ ১৫, ২০২০ সময়ঃ ২:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৫ অপরাহ্ণ

মাগুরা প্রতিনিধি

সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে মাগুরা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধ

কুড়িগ্রামের “বাংলা ট্রিবিউন” পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল ইসলামের উপর অমানুষিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে আজ ১৫ ই মার্চ রবিবার মাগুরার চৌরঙ্গী মোড়ে মাগুরা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন । উপস্থিত সকলে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক নির্যাতনের বিচার দাবি করেন ও অভিযুক্ত জেলা প্রশাসক সুলতানা পারভীন ও ম্যাজিস্ট্রেটকে দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচার দাবি করেন। মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন “প্রধানমন্ত্রী একদিকে সাংবাদিকদের অনুরোধ করছেন রাষ্ট্রের অনিয়ম তুলে ধরতে, কিন্তু অন্যদিকে একশ্রেণীর সুবিধাভোগী সরকারি কর্মকর্তারা নিজেদের অনিয়ম-দুর্নীতি ঢাকার জন্য সাংবাদিকদের উপর স্টীম রোলার চালাচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেয়া যায়না, অবিলম্বে অভিযুক্ত জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেটকে আইনের আওতায় আনা হোক ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।” সহ-সভাপতি এইচ এন কামরুল ইসলাম বলেন “রাতের আধারে একজন নির্ভীক কলম সৈনিক কে ঘরের দরজা ভেঙে তুলে এনে পাশবিক নির্যাতন চালানো কোনো সভ্যসমাজ মেনে নিতে পারে না, মাগুরা রিপোর্টার্স ইউনিটি প্রতিবাদ জানাচ্ছে, এবং সরকারের কাছে দাবি অবিলম্বে এর সঙ্গে জড়িত জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করা হোক অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, কোষাধক্ষ্য মোঃ আইনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আলী আশরাফ, প্রচার সম্পাদক মোঃ ফারুক আহমেদ, ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাথী আক্তার, ইমান আলী ও মোহাম্মদ আমির হোসেন। এছাড়াও জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি আমিরুল ইসলাম ও মাগুরা বাস মালিক সমিতির কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম রিপন সহ অন্যান্যরা মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G