ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক এখন ভারতীয় ব্যবসায়ী

প্রকাশঃ সেপ্টেম্বর ২৬, ২০২০ সময়ঃ ৯:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

একসময় ভারতে শাসন ও শোষণ করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অথচ সেই ইস্ট ইন্ডিয়ার মালিক এখন একজন ভারতীয়। তার নাম সঞ্জীব মেহতা। (খবর উইওনের)

ভারত থেকে মশলা, চা ও অন্যান্য দ্রব্য আমদানি করার জন্য ১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের কারণে এই কোম্পানি ভেঙে দেয়া হয়। বহু বছর ধরে এই প্রতিষ্ঠানটি সুপ্ত আর স্মৃতি এবং ইতিহাসের বইয়ে আটকে ছিল।

ভারতে ঐতিহাসিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিপীড়ন ও অপমানের প্রতীক। তবে ২০০৩ সালে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা চা ও কফি বিক্রির জন্য পুনরায় এটিকে চালু করার উদ্যোগ নেন। ভারতীয় উদ্যোক্তা সঞ্জীব মেহতা ২০০৫ সালে এই কোম্পানিটির নাম কিনে নেন এবং বিলাসবহুল চা, কফি ও খাবারের ব্র্যান্ড হিসেবে এটিকে রূপান্তর করেন। ২০১০ সালে লন্ডনে প্রতিষ্ঠানটির প্রথম দোকানও শুরু করেন সঞ্জীব।

তিনি বলেছেন, একসময় ভারত শাসন করতো এই কোম্পানি এখন সেই কোম্পানিরই মালিক একজন ভারতীয়, এটা রাজত্ব ফিরে পাওয়ার অনুভূতি।

সঞ্জীব বলেন, ঐতিহাসিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগ্রাসনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, তবে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে সহমর্মিতার ভিত্তিতে।

প্রতি/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G