অবশেষে স্বস্তির বৃষ্টি সাথে কালবৈশাখী ঝড়

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০২১ সময়ঃ ৪:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩০ পূর্বাহ্ণ

ঢাকায় তীব্র ঝড় শুরু হয়েছে। থেমে থেমে তীব্র গতিতে বইছে বাতাস। সেই সঙ্গে বৃষ্টিও হচ্ছে। বুধবার (২৮ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে এই ঝড় শুরু হয়।

রাত ৯টার দিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বিকেল থেকে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর জেলায় কালবৈশাখী ঝড়বৃষ্টি হচ্ছে। রাতে রংপুর, গাইবান্ধা জেলায় কালবৈশাখী হয়েছে।

এছাড়া রাতে সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর জেলায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে বুধবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল এবং দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

প্রতিক্ষণ/এডি/সাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G