‘সিত্রাং’ নামের ঘূর্ণিঝড় খুলনায় আঘাত করবে

প্রকাশঃ অক্টোবর ২০, ২০২২ সময়ঃ ২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৯ অপরাহ্ণ

এবার আসছে  ‘সিত্রাং’। এই ঘূর্ণিঝড়-টি দেশের দক্ষিণাঞ্চ খুলনার দিকে আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু আবহাওয়াবিদরা বলেছেন, ঘূর্ণিঝড়টি যদি কিছুটা পূর্বদিকে সরে গিয়ে পুরোপুরি খুলনা ও বরিশাল অঞ্চলে আছড়ে পড়ে, সেক্ষেত্রে ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট হতে যাওয়া এই সিত্রাং বিষয়ে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) এ তথ্য প্রকাশ করেছে।  জিএফএস-র গতকাল সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র এলাকায় ইতোমধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাস রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আসন্ন এই ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ খুলনাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি খুলনা বিভাগ দিয়েই অতিক্রম করার নির্দেশ দিচ্ছে। যদি খুলনায় আঘাত হানে তাহলে ‘সিত্রাং’-এর গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

এ ছাড়া ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি অর্জনের প্রবল আশঙ্কা রয়েছে। দেশের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G