টিকে গেল জিম্বাবুয়ে, বি গ্রুপে চ্যাম্পিয়ন

প্রথম প্রকাশঃ অক্টোবর ২১, ২০২২ সময়ঃ ৫:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২০ অপরাহ্ণ

টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বাদ পড়ে যাওয়ার ঘটনা আজ ক্রিকেট দুনিয়াতে শুধুই আফসেট। এরপর বিকেলে গ্রুপ বি-তে জিম্বাবুয়ে আর স্কটল্যান্ডের ম্যাচের শুরুতে মনে হয়েছিল আরো একটি আফসেট দেখতে হবে। টেষ্ট খেলা, বিশ্বকাপে খেলা জিম্বাবুয়ে বাদ পড়তে চলেছে! কিন্তু ৯ বল হাতে রেখেই জিম্বাবুয়ে ৫ উইকেটের জয় আয়ত্ব করেছে। বি গ্রুপে চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে।

এমনটা ভাবা স্বাভাবিকই ছিল। কারণ টস জিতে আগে ব্যাট করা স্কটিসরা ২০ ওভারে সংগ্রহ করে ১৩২/৬। মাঝারি এই স্কোরকেই কঠিন বানিয়ে ফেলেছিল স্কটিস বোলারা। মাত্র ৪২ রানেই জিম্বাবুয়ে টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে বসে। কিন্তু এরপরই অন রূপে হাজির জিম্বাবুয়ে।

আফ্রিকার এই দলটির সেরা অস্ত্র হলো সিকান্দর রাজা। অধিনায়ক আরভিন আর রাজার জুটি ৬৪ রানের পার্টনারশীপ জয়ের ভিত্তি গড়ে দেন। মাত্র ২৩ বল খেলে রাজা ৪০ রানে আউট হন আর আরভিন আউট হবার আগে যোগ করেন ৫৪ বলে ৫৮ রান। স্কোর ৫ উইকেটে ১১৯, শেষ দিকে সেটা চলে যায় ১০ বলে মাত্র ৪ রান দরকার। ভূল করেনি জিম্বাবুয়ে। বি গ্রুপে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সোজা সুপার-১২ এ টিকিট পেয়ে যায়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G