বরিশালে ঘূর্ণিঝড়ের প্রভাব বিকেলের পর থেকে বৃষ্টি আর ঝড়ো বাতাস বেড়ে গেছে

প্রকাশঃ অক্টোবর ২৪, ২০২২ সময়ঃ ৭:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪১ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় সিত্রাংয়ের  প্রভাব সন্ধ্যার পর থেকে তেঁড়েফুঁড়ে শুরু হবে। হয়েছেও তাই, গতকাল রোববার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে আজ সন্ধ্যা নাগাদ বাড়তে থাকে বরিশাল অঞ্চলে। বিকেলে  ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়াতে থাকে। ঝড়ো বাতাসের সাথে সাথে বৃষ্টির তোড়ও বেড়ে যায়।

গতকাল রাত ৯টা থেকে বরিশালে এ পর্যন্ত ৭১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের  প্রভাবে বরিশালে আজ বেলা ২টার পর থেকেই উচ্চ গতিবেগে বাতাস শুরু হয়েছে এবং সন্ধ্যা নাগাদ বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়।

সন্ধ্যার পর থেকে মধ্য রাত  পর্যন্ত সর্বোচ্চ গতিবেগের বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ বিষয়ে বরিশাল আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের  প্রভাবে ৫ থেকে ৮ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার ভোর রাতে বরিশাল অঞ্চলে আঘাত হানতে পারে।

এদিকে সোমবার বেলা ১১টায় বরিশাল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী- সকাল থেকেই বৃষ্টি খানিকটা বেড়ে গিয়েছে। ঘণ্টায় ২২ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। এটি আরও বাড়তে পারে বিকেল দিকে।
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের  প্রভাবে বরিশালে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক। তিনি আরো জানান, ৩ নম্বর সংকেতের কারণে এরই মধ্যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G