কাতার বিশ্বকাপ ২০২২: কাভারেজে থাকবেন ১২ হাজার ৩ শত সাংবাদিক

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৫, ২০২২ সময়ঃ ৬:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৯ অপরাহ্ণ

নভেম্বরে কাতার বিশ্বকাপ আসর-২০২২। হিসেব মতে, কাতার বিশ্বকাপ ফুটবলের এক মাসেরও কম সময় বাকি। ঠিক এর আগেই ফিফা জানিয়েছে, এবারের আসরে সংবাদ পরিবেশনে কাতারে থাকবেন বিভিন্ন দেশ থেকে আসা ১২ হাজার ৩০০ সাংবাদিক। ফিফা বিশ্বকাপ-২০২২ এর সিইও হিসেবে আছেন নাসের আল খাতার।

গত শনিবার টুর্নামেন্টটির মিডিয়া কভারেজের পরিকল্পনা প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের সংখ্যার বিষয়টি জানান তিনি।

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে বিশ্ব মিডিয়াতে সঠিকভাবে উপস্থাপন করতে এবার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সে লক্ষ্যে এরই মধ্যে মিডিয়া প্রতিনিধিদের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ফিফার সদস্য দেশগুলো কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত প্রেস এবং ফটোগ্রাফারের একটি নির্দিষ্ট কোটা পেয়েছিল। পরে এ কোটাগুলো তারা নিজ নিজ দেশের সংবাদমাধ্যমকে বন্টন করে দিয়েছে।

২০ নভেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে ইকুয়েডরের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের ফুটবল বিশ্বকাপ। ৩২ দলের টুর্নামেন্টটিতে মোট ম্যাচ হবে ৬৪টি। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ আসরের।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G