আর্থিক অনটনের মধ্যেও হ্যান্ডবল লীগ মাঠে গড়াবে

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৬, ২০২২ সময়ঃ ৩:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৫ অপরাহ্ণ

২০২২ সালেরশেষ ভাগে ক্রীড়াঙ্গন আর্থিক অনটনে ভূগছে। এরই জের ধরে হ্যান্ডবল লীগে গত আসরের শিরোপা জেতা দল
কোয়ান্টাম এবার আসরেই নেই। কোয়ান্টামকে ছাড়াও এবার ৯টি দল নিয়ে কিউট কোম্পানীর সাহায্যে ২০২২ হ্যান্ডবল লীগ মাঠে গড়াবে নভেম্বরের শুরুতে।

গত আসরে দল গুলোর জন্য পুরস্কার থাকরেও এবার আর্থিক অনটনের জন্য কোন পুরস্কার নেই বলে জানিয়ে দিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জান কোহিনূর। ৭ লাখ ২৬ হাজার টাকা বাজেটে এবারের লীগ প্রসঙ্গে আজ হ্যান্ডবল স্টেডিয়ামের সংবাদ সম্মেলন রুমে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোহিনূর বলেন, ‘আমাদের সব গুলো স্কুলই এবার আর্থিক অনটনে আছে। স্কুল গুলো এবার আসর আয়োজন করতে বারণ করেছিল। তারপরও আমরা লীগ আয়োজন করতে যাচ্ছি। অল্প বাজেটে হলেও আমরা এবার লীগ আয়োজন করতে যাচ্ছি।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ১-২০ নভেম্বর অবদি হ্যান্ডবল স্টেডিয়ামে মোট ২০টি খেলা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত-কিউট কোম্পানী দেশের ৪০টি জেলায় হ্যান্ডবল লীগ পরিচালনা করছে
বলে ফেডারেশন জানিয়েছে।

অংশগ্রহনকারী দল-
গ্রুপ-এ
আরামবাগ ক্রীড়া সংঘ, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, প্রাইম স্পোর্টিং ক্লাব, ফ্লেইম বয়েজ ক্লাব ও জুরাইন জনতা ক্লাব।

গ্রুপ-বি
নারিন্দা প্রগতি ক্লাব, বাংলা ক্লাব, সূর্যোদয় ক্রীড়া চক্র ও মেনজিস ক্রীড়া চক্র।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G