১৩তম বঙ্গবন্ধু জাতীয় কিক্‌বক্সিংয়ে আনসার চ্যাম্পিয়ন

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৯, ২০২২ সময়ঃ ৭:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৬ অপরাহ্ণ

সফল আয়োজনে শেষ হলো ১৩ বঙ্গবন্ধু জাতীয় কিক্‌বক্সিং চ্যাম্পিয়নশীপ ২০২২। গতকাল মাত্র ১টি গোল্ডে লড়াই শেষ হয়েছিল। তাতে
জিতেছিল আনসারের লাবনী আক্তার। আজ অবশিষ্ট ৩১টি গোল্ডে লড়াইয়ে সবার থেকে এগিয়ে আনসার দল। শুরু হয় সকাল ১০টায়।
৩২ গোল্ডের লড়াইয়ে দিন শেষে হাসি মুখে ট্রফি হাতে তুলে নিয়েছে আনসারের ছেলে-মেয়েরা। দিন শেষে আনসারের রাতুল আর লাবণী
সেরা কিক্‌বক্সারের ট্রফি হাতে তুলে নেয়। দুই জনেই ৩টি করে ইভেন্টে গোল্ড জিতেছে। আসরের শেষে মিউজিক্যাল শো-তে অংশ নেয়
সোরোয়ার হোসেন মুন্না (কুমিল্লা) ও লাবণী আক্তার (আনসার ও ভিডিপি)।

পুরোটা দিন জুড়েই মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের রং আলোকিত করে রেখেছিল পুরো দেশের ১২০ জনের মতো কিক্‌বক্সিং ফাইটাররা। দুর্দান্ত লড়াইয়ের এ আসরে গতকাল থেকেই আধিপত্য বিস্তার করে রেখেছিল আনসার ও ভিডিপি দলের সদস্যরা। ৩২ গোল্ডের মধ্যে আনসারের ছেলেরা পেয়েছে ৭টি আর মেয়েরা পেয়েছে ১১ গোল্ড। দ্বিতীয় স্থানে আছে ময়মনসিংহের ছেলে-মেয়েরা।
ময়মনসিংহের ছেলেরা পেয়েছে ৫টি গোল্ড আর মেয়েরা পেয়েছে ১টি গোল্ড।

প্রতিযোগিতার সমাপনী দিবসে আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ গার্ল গাইডস্‌ এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনসারের ছেলে-মেয়েদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। এছাড়া বিশেষ অতিথি প্রফেসর সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) বাংলাদেশ গার্ল গাইডস্‌ এসোসিয়েশন ও মনোয়ারা বেগম ও সংরক্ষিত কাউন্সিলর, ওয়ার্ড নং-৪, ৫ ও ৬ (নাসিক)। আনসার ও ভিডিপির পরিচালক (ক্রীড়া) রাজিব হুসাইন ও আনসার ও ভিডিপির সহকারী পরিচালক (ক্রীড়া) রায়হান উদ্দিন ফকির।

৩২ গোল্ডের তালিকা
চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি (১৮ গোল্ড)
পুরুষ ক্যাটাগরি (-৬৭ কেজি)- আরিফ হোসেন (আনসার ও ভিডিপি)।
পুরুষ ক্যাটাগরি কে-১ (-৬৭ কেজি)- এস. এম মহিতুল ইসলাম (আনসার ও ভিডিপি)।
পুরুষ ক্যাটাগরি কে-১ (-৫৭ কেজি)- রাতুল ইসলাম (আনসার ও ভিডিপি)।
পুরুষ ক্যাটাগরি কে-১ (-৭৫ কেজি)- মাজেদুর রহমান (আনসার ও ভিডিপি)।
পুরুষ মিউজিক্যাল ক্যাটাগরি – রাতুল ইসলাম (আনসার ও ভিডিপি)।
পুরষ ফোর কন্ট্রাক ক্যাটাগরি – মাজেদুর রহমান (আনসার ও ভিডিপি)।
পুরুষ সিক্সড ফুল কন্ট্রাক্ট – তায়বুর রহমান (আনসার ও ভিডিপি)।
মহিলা ক্যাটাগরি (-৫২)- তাবাসান তাসিন (আনসার ও ভিডিপি)।
মহিলা ক্যাটাগরি (-৫৬)- লাবণী আক্তার (আনসার ও ভিডিপি)।
মহিলা মিউজিক্যাল ক্যাটাগরি – লাবণী আক্তার (আনসার ও ভিডিপি)।
মহিলা ক্যাটাগরি (-৫৬)- নাসরিন আক্তার (আনসার ও ভিডিপি)।
মহিলা ওপেন ক্যাটাগরি – তাসিন আক্তার সুর্মা (আনসার ও ভিডিপি)।
মহিলা ক্যাটাগরি (-৬৫)- জান্নাত উর বৃষ্টি (আনসার ও ভিডিপি)।
মহিলা ওপেন ফোর কন্ট্রাক ক্যাটাগরি – তাবাসুম তারিন (আনসার ও ভিডিপি)।
মহিলা ওপেন ফোর কন্ট্রাক ক্যাটাগরি (-৬৫) – ফাতেমা আক্তার লাকী (আনসার ও ভিডিপি)।
মহিলা পেশাদার কে-১ ওপেন ক্যাটাগরি – লাবণী আক্তার (আনসার ও ভিডিপি)।
মহিলা পেশাদার কে-১ ক্যাটাগরি – লাবণী আক্তার (আনসার ও ভিডিপি)।
ক্যডেট গালর্স ক্যাটাগরি (-৪৭ কেজি)- বর্ণালী রাণী (আনসার ও ভিডিপি)।

ময়মনসিংহ রানার আপ (৬টি গোল্ড)
ক্যডেট বয়েজ ক্যাটাগরি (-৩৭ কেজি)- এম সিফাত (ময়মনসিংহ)।
ক্যডেট বয়েজ ক্যাটাগরি (-৪৭ কেজি)- মোসাদ্দেক বিন হাবিব (ময়মনসিংহ)।
পুরুষ ক্যাটাগরি (-৫৭ কেজি)- খুরশেদ আলম (ময়মনসিংহ)।
পুরুষ ক্যাটাগরি (-৬৭ কেজি)- রৌনক মোস্তজা (ময়মনসিংহ)।
পুরুষ ক্যাটাগরি (-৫৭ কেজি)- মেহেদী হাসান অমিত (ময়মনসিংহ)।
বাচ্চাদের ওপেন ক্যাটাগরি – তানজিম (ময়মনসিংহ)।

বরিশাল তৃতীয় স্থান (৪টি গোল্ড)
ক্যডেট বয়েজ ক্যাটাগরি (-৫২ কেজি)- নোমান (বরিশাল)।
ক্যডেট গালর্স ক্যাটাগরি (-৪২ কেজি)- শিরিন (বরিশাল)।
পুরুষ ক্যাটাগরি (-৭৫ কেজি)- মেহেরাব কালিব (বরিশাল)।
পুরুষ ক্যাটাগরি (+৭৫ কেজি)- হাসিবুল ইসলাম (বরিাশাল)।

শেরপুর ৪র্থ স্থান (১টি গোল্ড)
ক্যডেট বয়েজ ক্যাটাগরি (-৪২ কেজি)- আবরা জাওয়াদ (শেরপুর)।

জয়পুরহাট ৫ম স্থান (১টি গোল্ড)
ক্যডেট গালর্স ক্যাটাগরি (-৩৭ কেজি)- রাইসা রউফ (জয়পুরহাট)।

নারায়নগঞ্জ ৬ষ্ঠ স্থান (১টি গোল্ড)
পুরুষ ক্যাটাগরি (-৫৭ কেজি)- ইলিয়াস হোসেন (নারায়নগঞ্জ)।

নুর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ, পিলখানা (১টি গোল্ড)
মহিলা ওপেন ক্যাটাগরি – আদিকা (নুর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ)।

ঠাকুরগাঁও (১টি গোল্ড)
ক্যাডেট গালর্স স্পেশাল – দৃষ্টি রায় (ঠাকুগাঁও)।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G