টি২০ ফাইনাল : ভারতীয়দের কাছে টিকিট এখন মূল্য-হীন, বিক্রি করছে পানির দামে!

প্রথম প্রকাশঃ নভেম্বর ১২, ২০২২ সময়ঃ ৩:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৮ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

টি২০ বিশ্বকাপের ফাইনালে নেই ভারত, তাই ফাইনালের টিকিটের কোন মূল্যও নেই ভক্তদের কাছে। যেই ফাইনালের টিকিট দু’দিন আগেও ছিল সোনার হরিণ, তা এখন বিক্রি হচ্ছে পানির দামে। নামমাত্র মূল্যে বিক্রি করতেও দ্বিধা করছেন না ভারতীয় ক্রিকেট ভক্তরা।

ভারত ১০ উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে সেমিতে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবার ঘটনায় হাজার হাজার ভারতীয় সমর্থকরা আগাম কিনে রাখা টিকিট বিক্রি করে দিচ্ছেন অল্প মূল্যে।

ভারত-পাকিস্তানের মাঝে ফাইনাল হবে ভেবে, কিংবা ভারত নিশ্চিত ফাইনাল খেলবে এমন চিন্তায় মেলবোর্নে ফাইনাল ম্যাচের অসংখ্য টিকিট কেটে রাখে ভারতীয়রা। কিন্তু রোহিত শর্মার দল সেমিফাইনাল থেকেই বিদায় নেয়ায় দেশটির ক্রিকেট সমর্থকরা যে টিকিট কিনেছেন, তা বিক্রি করে দেয়ার আপ্রাণ চেষ্টা করছেন।

ভারত-পাকিস্তানের মাঝে ফাইনাল হবে ভেবে, কিংবা ভারত নিশ্চিত ফাইনাল খেলবে এমন চিন্তায় মেলবোর্নে ফাইনাল ম্যাচের অসংখ্য টিকিট কেটে রাখে ভারতীয়রা। কিন্তু রোহিত শর্মার দল সেমিফাইনাল থেকেই বিদায় নেয়ায় দেশটির ক্রিকেট সমর্থকরা যে টিকিট কিনেছেন, তা বিক্রি করে দেয়ার আপ্রাণ চেষ্টা করছেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G