আমাদের মাঠগুলো বিয়েতে ভাড়া দেওয়া হত, কঠিন দিন গুলো স্মরণ করলেন আফ্রিদি

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৪, ২০২২ সময়ঃ ২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৭ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেট দলের এক সময়ের সেরা তারকা শাহিদ আফ্রিদি। সব সময় পাকিস্তান ক্রিকেট দল আর বোর্ড কর্তাদের কঠিন সমালোচনায় সকলের চেয়ে এগিয়ে থাকতেন। সেই শাহিদ আফ্রিদি এবার নিজের বক্তব্য পাল্টে ফেললেন।

কিছু দিন আগেই বাবর আজ়মদের পারফরম্যান্স এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনায় মুখর ছিলেন। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে ভারত এবং জ়িম্বাবোয়ের কাছে পাকিস্তান হারার পর। দল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠায় কয়েক দিনের ব্যবধানেই অবস্থান বদলে ফেললেন শাহিদ আফ্রিদি। দেশের ক্রিকেট নিয়ে আশাবাদী আফ্রিদির মনে পড়ছে কঠিন দিনগুলোর কথা।

এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ট্রফি অধরা বাবরদের। তবু আশার আলো দেখছেন আফ্রিদি। আফ্রিদি মতে, পাকিস্তান ক্রিকেটের কঠিন সময় শেষ হয়ে গিয়েছে। এ বার সামনে এগিয়ে যাওয়ার সময়। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিন টেলিভিশনের একটি অনুষ্ঠান অংশ নিয়ে ছিলেন আফ্রিদি। তিনি বলেন, ‘‘কঠিন সময়ে আমরা পিছনে ফেলে এসেছি। বিভিন্ন দল এখন পাকিস্তান সফরে আসছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড খেলে গিয়েছে। আমাদের দেশের ক্রিকেটপ্রেমীরা অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত ছিলেন।’’

নিরাপত্তার প্রশ্নে কয়েক বছর পাকিস্তান সফরে যায়নি কোনও দল। যার প্রভাব পড়েছে সে দেশের ক্রিকেটে। আফ্রিদি বলেছেন, ‘‘আমাদের মাঠগুলোয় খেলা হত না। অনেক মাঠ বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হত। পাকিস্তান ক্রিকেটের খুব কঠিন সময় ছিল সেটা। দেশের মানুষের সামনে, সমর্থকদের সামনে খেলার সুযোগ ছিল না। কিছু মানুষের কঠোর পরিশ্রমের জন্য পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিভিন্ন দেশের লিগে খেলতে গিয়ে আমাদের ছেলেরাও অন্য দেশের ক্রিকেটারদের বুঝিয়েছে। সকলের সহযোগিতাতেই পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা গিয়েছে। সারা বিশ্বকে একটাই বার্তা দিতে চাই। আমাদের দেশের মানুষ ক্রীড়াপ্রেমী। আমরা পাকিস্তানের মাটিতেই ক্রিকেট খেলতে এবং দেখতে চাই।’’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G