পাকিস্তানে ৬ টহল পুলিশকে গুলি করে হত্যা

প্রকাশঃ নভেম্বর ১৯, ২০২২ সময়ঃ ১২:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে পুলিশের একটি টহল দলের ওপর অজ্ঞাত হামলাকারীদের গুলিবর্ষণে অন্তত ছয় জন নিহত হয়েছে। প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় এ ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তানের বরাতে জানিয়েছে ডন ডটকম।

এ হামলার ঘটনায় নিহতদের মধ্যে পুলিশের একজন উপ পরিদর্শক ও টহল গাড়িটির চালকও রয়েছেন। রেডিও পাকিস্তান এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে। ঘটনার বিষয়ে প্রাদেশিক পুলিশ প্রধানের কাছে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান। এক বিবৃতিতে এ ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করে নিহতদের পরিবারের প্রতি গভীর ‘সমবেদনা’ প্রকাশ করেছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলার তীব্র নিন্দা করে ‘সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু’ বলে মন্তব্য করেছেন। পাকিস্তানকে নিরাপদ করতে ‘সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ’ নেওয়া হবে বলে প্রত্যয় জানিয়েছেন।

ডন জানিয়েছে, খাইবার পাখতুনখওয়ায় ফের সহিংসতা বাড়তে শুরু করেছে, এর মধ্যেই বুধবারের এ হামলার ঘটনা ঘটলো। প্রদেশটিতে শান্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্থানীয় বাসিন্দারা একের পর এক বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G