১০ ডিসেম্বর সমাবেশ, বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

প্রথম প্রকাশঃ নভেম্বর ২০, ২০২২ সময়ঃ ২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২১ অপরাহ্ণ

জহির ভূইয়া

বাংলাদেশ-ভারত সিরিজ ২০২২ আগে থেকেই সূচী নির্ধারিত। ২টি টেষ্ট আর ৩টি ওডিআই খেলবে অতিথি ভারত। সে হিসেব অনুযায়ী ১ ডিসেম্বর ঢাকায় পা রাখার কথা ভারতীয় ক্রিকেট দলের।

৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুরে তিন ওডিআই শেষ করে দুই দল ১৪-১৮ ডিসেম্বর চট্টগ্রামে ১ম টেষ্ট খেলার কথা চূড়ান্ত ছিল। এরপর ঢাকায় শেষ টেষ্ট খেলে ভারত ফেরত যাবে।

কিন্ত পুরো বাংলাদেশ জুড়েই রাজনৈতিক পরিস্থিতি দিনের পর দিন খারাপের দিকে যাচেছ। বিরোধী দল বিএনপি ৬টি বিভাগীয় সমাবেশ শেষ করেছে। আর গত মাসেই দলের শেষ সমাবেশটি রাজধানীতে ১০ ডিসেম্বর আয়োজনের ঘোষণা দিয়ে রেখেছে। এর মানে একই দিনে সিরিজের শেষ ওডিআই আর বিএনপির সমাবেশ!

‘১০ ডিসেম্বর’-কে নিয়ে বিএনপি আগাম কিছু ঘোষণাই মুলত উত্তেজনা ছড়িয়েছে। সে দিন ঢাকা মুলত অবরুদ্ধই থাকবে বলে সকলেই ধরে নিচ্ছে। সে কারণেই বিষয়টি অবশ্যই বিসিবিকে ভাবিয়ে তুলেছিল। কারণ বার বার বিভিন্ন মিডিয়াতে ১০ ডিসেম্বর নিয়ে যেভাবে আগাম আলোচনা শুরু হয়েছে, তাতে ১০ ডিসেম্বর মিরপুরে ম্যাচ আয়োজন সম্ভব কি-না তা গবেষণার দাবি রাখে।

নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ মুহুর্তে সূচী পাল্টে ১০ ডিসেম্বরের খেলাটি ঠিক রাখলেও ভেন্যু বদলে দিয়েছে। বিসিবির অন্দর মহলের তথ্য মোতাবেক, ১০ ডিসেম্বর সিরিজের শেষ ওডিআই ম্যাচটি ঢাকার বদলে বন্দর নগরীতে অনুষ্ঠিত হবে।

তবে, বিসিবি এখনও তা অফিসিয়ালী ঘোষণা দেয়নি।

অন্যদিকে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটু প্রতিক্ষণক বলেছেন, ‘এ বিষয় নিয়ে এখনও কোন আলোচনা হয়নি। তবে বিসিবির কাছে নিরাপত্তা ইস্যু সবচেয়ে বড় কথা। যদি পরিস্থিতি তেমন হয় তাহলে বিসিবি ভেন্যু পরিবর্তন করতেই পারে। যেহেতু খেলাটি বিদেশী দলের বিপক্ষে।

১০ ডিসেম্বর সমাবেশ হলে তো এর আগেই থেকেই অনেক কিছুই বদলে যাবে। কারণ ম্যাচের দিন আমাদের দল আর স্টেডিয়ামের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীর সাহায্য লাগে। কিন্তু ১০ ডিসেম্বর তো সমাবেশের কারণে ঢাকায় কোন সাপোর্ট পাওয়া যাবে বলে মনে হয় না। এ ধরনের একটি সমাবেশের মধ্যে তো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে পারে না।’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G