অস্ট্রেলিয়ার অপ্রত্যাশিত জয়

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৬, ২০২২ সময়ঃ ৫:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৮ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল হতাশ করা। ৪-১ ব্যবধানে ফ্রান্সের বিপক্ষে হারের পর আজ বিকেল তিউনিসিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত জয় তুলে মাঠ ছেড়েছে।
অপ্রত্যাশিত বলা কারণ হচ্ছে ফিফার ৩৮তম দল অস্ট্রেলিয়ার ৩০তম র‌্যাঙ্কিংয়ে থাকা তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই জয় তুলে নিয়েছে।
প্রথমার্ধের ২৩ মিনিটে ১৫ নম্বর জার্সিধারি মিটাচ ডুকি বাম প্রান্ত দিয়ে বাড়ানো ক্রস থেকে বলে মাথা ছূইয়ে দিলেন, বল গোলরক্ষকের হাতের পাশ দিয়ে সোজা জালে (১-০)।
প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে থাকা তিউনিসিয়ানরা গোল পরিশোধের জন্য যতো রকম সম্ভব আক্রমণ করেও বিফল হয়েছে।
অস্ট্রেলিয়ান রক্ষণ দেয়ালে আঘাত তো করেছে, কিন্তু ফাঁটল ধরাতে সক্ষম হয়নি তিউনিসিয়ানরা। শেষ দিকে গিয়ে মূহু মূহু আক্রমণে ব্যস্ত রেখেছে অসি ফুটবল দলকে। কাজের কাজ হয়নি তাতে। ১ গোলে হার মেনে মাঠ ছেড়েছে।
গ্রুপ ডি-তে ফ্রান্স ১ ম্যাচে জয় নিয়ে ৩ পয়েন্ট, ২ ম্যাচে ১টিতে হার আর ১টিতে জয় নিয়ে ৩ পয়েন্ট নিয়ে অসিরা দ্বিতীয় দল। অপর দিকে ডেনমার্ক ১ ম্যাচের ১টি ড্র করে ১ পয়েন্ট নিয়েছে।
সূত্র : ফিফা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G