যুক্তরাষ্ট্রে আগ্নেয়গিরির লাভায় শংকিত মানুষ

প্রকাশঃ ডিসেম্বর ২, ২০২২ সময়ঃ ১:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

গলিত পাথরের স্রোত হাওয়াইয়ের একটি প্রধান সড়কের কাছে আসার সাথে সাথে, কেউ কেউ ভাবছেন এ গিয়ে আসা লাভা থামাতে কী করা যেতে পারে। প্রার্থনা, বোমা না দেয়াল। কয়েক দশক ধরে লোকেরা মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের আগ্নেয়গিরি থেকে লাভা প্রবাহকে আটকানোর জন্য তিন বার চেষ্টা করেছে। কারণ এটি রাস্তা, বাড়ি এবং অবকাঠামোর দিকে এগিয়ে আসছে।

মাউনা লোয়া বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি, আবার অগ্ন্যুৎপাত হচ্ছে। লাভা ধীরে ধীরে বিগ আইল্যান্ডের পূর্ব এবং পশ্চিম দিকের সংযোগকারী প্রধান রাস্তার কাছে আসছে৷ আরও একবার সাধারণ মানুষ প্রশ্ন করছে যে প্রবাহটি থামাতে বা সরানোর জন্য কিছু করা যায় কিনা।

“প্রতিবারই অগ্ন্যুৎপাতের সময় এটি উঠে আসে এবং লাভা বাসযোগ্য এলাকা বা হাইওয়ের দিকে যাচ্ছে। কিছু লোক বলে, ‘একটি প্রাচীর তৈরি করুন’  এবং অন্য লোকেরা বলে, ‘না না!’ – কথা গুলো বলেছেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ স্কট রোল্যান্ড৷

লাভা বন্ধ করার ক্ষেত্রে মানুষ খুব কমই সাফল্য পেয়েছে। বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতি সত্ত্বেও এটি করা এখনও কঠিন কাজ। এর প্রবাহ এবং ভূখণ্ডের শক্তির উপর নির্ভরশীল। কিন্তু হাওয়াইতে অনেকেই প্রকৃতি এবং আগ্নেয়গিরি এবং আগুনের হাওয়াই দেবতা পেলের সাথে হস্তক্ষেপ করার প্রজ্ঞা নিয়েও প্রশ্ন তোলেন।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G