মেসিদের কোনক্রমে জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৪, ২০২২ সময়ঃ ২:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৭ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপের নকআউট পর্বে মধ্যরাতে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া জয়ের মিশণে নেমেছিল, সফলও হয়েছে। তবে কোনক্রমে  ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে মেসিদের গোল ২টি ফাও গোল মনে হলো। যাই হউক ১০ ডিসেম্বর মেসির আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

ফিফার র‌্যাঙ্কিংয়ে ৩৮তম দল অস্ট্রেলিয়া মেসিদের বিপক্ষে পেরে উঠবে না এটা তো স্বাভাবিক হিসেব। ম্যাচের ৩৫ মিনিট অবদি তো আমেরিকা আটকে রাখতে সক্ষম হয়েছে। ৩৫ মিনিটে অস্ট্রেলিয়ার রক্ষকভাগের ছোট ডি-বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়ে গেলে বিশ্ব ফুটবলের সেরা তারকা মেসি। দুই ডিফেন্সের পায়ের ফাঁক দিয়ে কিক নিলেন মেসি, বল গোলক্ষকের হাতে ছূঁয়ে সোজা জালে আশ্র গ্রহণ করল (১-০)।

দ্বিতীয় গোলটা আজেন্টিনা দেয়নি, বরং বলা ভাল অস্ট্রেলিয়ার ভূলে গোল হজম করেছে। গোলরক্ষক ব্যাকপাস কাটাতে গিয়ে আর্জেন্টিনার ৯ নম্বর জার্সিধারি জুলিয়াস আলভারিজের কাছে ধরা খেয়ে গেলেন। বল পেয়ে গেলে জুলিয়ান, সামনে খোলা গোল পোষ্ট- বল জালে (২-১)।

তবে ম্যাচের ৭৭ মিনিটে ওজো অস্ট্রেলিয়ার পক্ষে সান্তনার গোল করলেন (২-১)। এরপর তো ৮৯ মিনিটে মেসি একা বল বানিয়ে ফাঁকা পোষ্টে বল ফেললেন, কিন্তু জুলিয়ান খালি পোষ্টে মাথার উপর দিয়ে বল মারলেন। ২-১ ব্যবধানেই শেষ হলো মেসিদের নকআউট পর্বের মিশণ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G