পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

প্রকাশঃ ডিসেম্বর ২২, ২০২২ সময়ঃ ১১:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৩ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগের দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ আলোচনায়েএসেছে। ঘটনায় ১০ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রলীগের কিছু পদ প্রত্যাশী নেতা-কর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে পবিপ্রবির ছাত্রলীগ ও স্থানীয় পবিপ্রবি পদবঞ্চিত ছাত্রলীগ মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দৃর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ৭ম সেমিস্টার’র রাব্বি সিকদার, সোহেল রানা ৬ষ্ঠ সেমিস্টার, মো.জাহিদ, সানিউল ইসলাম, কৃষি অনুষদ ৪র্থ সেমিস্টার’র জশ, মো.মেহেদী এমএস, রাফসান ২য় সেমিস্টার, জাহিদ হাসান ৭ম সেমিস্টার ফিশারিজ অনুষদকে পবিপ্রবির মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ক্যাম্পাস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের নেতৃত্বে  ছাত্রলীগ-নেতা-কর্মীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ১মগেটে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় ক্যাম্পাস ছাত্রলীগের জুনিয়র ৪/৫জনকর্মীর সাথে পদবঞ্চিত কর্মী রাব্বি সিকদারের কথার কাটাকাটি এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় রাব্বিকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়। এখবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বুধবার(২১ ডিসেম্বর) ক্যাম্পাস ছাত্রলীগ ও পদবঞ্চিতদের দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, থানা পুলিশ অতিরিক্ত পুলিশ রাত সাড়ে ৯ টায় ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হন।

ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর জানান, ছাত্রলীগের সিদ্ধান্ত অগ্রাহ্য করায় জুনিয়র কর্মীদের সাথে বাক-বিতন্ডায় এমন অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে। স্থানীয় পবিপ্রবি পদবঞ্চিত ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপর হামলা করলে আমাদের ১০জন ছাত্রলীগ কর্মী আহত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সন্তোষ কুমার বসু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রলীগের কমিটির দৌড়ে অনেকেই থাকেন কিন্তু সবাই তো পদ পাবেন না, যারা পদ পেয়েছেন এবং যারা পাননি তাদেরকে আমরা একত্রে কাজ করার জন্য বলছি তারপরও আজকের অনাকাঙ্খিতভাবে সংঘর্ষ হয়। আহতদের বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ারে ভর্তি করা হয়। পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G