সাকিবের কি কোন দায় ছিল না! ভক্ত গেল আদালত পর্যন্ত

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ২৫, ২০২২ সময়ঃ ১:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৩ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

গেল শুক্রবার মিরপুর স্টেডিয়ামে তারকা অলরাউন্ডার সাকিবের কাছে পৌছে যায় তার একপাগল ভক্ত। তাতেই আইন অমান্য হয়ে গেছে। আদালত অবদি যেতে হলো সাকিব ভক্তকে!

এই ছেলেটির নাম আরাফাত। শুক্রবার বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ চলাকালে মাঠে ঢুকে সাকিব আল হাসানের পা জড়িয়ে ধরে।

ভক্তের এমন আবেগ রূপ নেয় বিষাদে! পুলিশ তাকে আটক করে আদালতে চালান করে। পরে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ৷  সাকিব ভক্তদের এই ঘটনা যে শুধু আবেগের বহিঃপ্রকাশ সেটি বিজ্ঞ আদালতকে বুঝাতে সক্ষম হন উকিল। আলহামদুলিল্লাহ, ছেলেটি শেষ পর্যন্ত বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি পায় বলে সেই উকিল ফেসবুকে পোষ্ট দিলেন ছবি সহ।

কিন্তু কেন এই ঘটনা আদালত বা পুলিশ অবদি গেল? কারণ এটা বিসিবি বা সাকিব নিজেই সামাল দিতে পারতেন! ভক্তটা তো সাকিবের, তাহলে ভক্তদের প্রতি সাকিবের কোন দায় নেই?

প্রশ্নটা এসেছে কারণ অনেক দিন আগে এমন একটি ঘটনা মিরপুরে ঘটে ছিল মাশরাফির সাথে। সে বার মাশরাফি নিজে বিষয়টি দেখেছেন। মাশরাফি ভক্তর খবর নিয়েছে। এমনকি মাঠে তার গায়ে হাত তুলতে দেননি কাউকে।

সাকিব তো কমপক্ষে খোজ নিতে পারতেন ভক্তের, তাহলে তো ঘটনাটি আদালত পর্যন্ত যেত না।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G