‘উস্কানি’ দিতেই আল আকসা মসজিদে প্রবেশ ইসরায়েলের উগ্র মন্ত্রীর

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০২৩ সময়ঃ ১২:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন তিনি ‘হুমকির’ কাছে আত্মসমর্পণ করবেন না। কারণ ফিলিস্তিনিরা পবিত্র স্থানটির নিরাপাত্তার জন্য শংকিত-ভীত।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির আজ অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রাঙ্গণে প্রবেশ করেন। যা মার্কিন যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনি এবং ইসরায়েলের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরকারী সহ বেশ কয়েকটি আরব দেশের নিন্দা সৃষ্টি করেছে।

মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র বলেছেন, ‘যেকোন একতরফা পদক্ষেপ জেরুজালেমের পবিত্র স্থানগুলির স্থিতাবস্থাকে বিপন্ন করে তা অগ্রহণযোগ্য। ফিলিস্তিনিদের জন্য এটা “অভূতপূর্ব উস্কানি” হিসাবে চিহ্নিত হয়েছে বলে মন্তব্য করেছ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো।

এই মুখপাত্র আরো বলেছেন, “যুক্তরাষ্ট্র জেরুজালেমের পবিত্র স্থানগুলির প্রতি স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।”

মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পবিত্র স্থানগুলির স্থিতাবস্থা বজায় রাখার জন্য তার প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানিয়েছে৷

নেতানিয়াহু মঙ্গলবার দেরীতে একটি বিবৃতি জারি করে দাবি করেছেন তিনি “টেম্পল মাউন্ট [আল-আকসা কম্পাউন্ডে] পরিবর্তন ছাড়াই কঠোরভাবে স্থিতাবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G